ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাফজয়ীদের অনির্দিষ্টকালের ছুটি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ জয়ের তিন মাস পেরিয়ে গেছে। এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন মেয়েরা। তবে এই ছুটি কবে শেষ হবে জানা নেই তাদের। মেয়েরা বলছেন, ক্যাম্পে যত দ্রুত ফেরা সম্ভব, ততই ভালো। ফেডারেশনের বার্তায় অপেক্ষায় আছেন তারা।

২০২৪ সালরে ৩০ অক্টোবর স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ৩১ অক্টোবর দেশে ফিরে ছাদখোলা বাসে জাতির সঙ্গে আনন্দ উদযাপন করেন বাংলার বাঘিনীরা।

এদিন সাফজয়ী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণাও দেন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। ১ নভেম্বর তাদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এরপর আরও কিছু সংবর্ধনার পর সাফজয়ী ফুটবলাররা নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে ছুটিতে বাড়ি ফিরে যান। তবে তারা কবে আবার বাফুফে ক্যাম্পে ফিরবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেয়া হয়নি তখন। ৭ ডিসেম্বর কক্সবাজারে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ৬ ডিসেম্বর বাফুফেতে ফেরেন নারী ফুটবলাররা।

কক্সবাজারের সংবর্ধনা অনুষ্ঠান শেষে ৭ ডিসেম্বরের পর আবারও বাফুফেতে দেখা যায় নারী ফুটবলাদের। তবে বাফুফে ক্যাম্প শুরু না করে আবারো ছুটিতে পাঠিয়ে দেয় সাফজয়ীদের। তখনো সুনির্দিষ্ট কোনো ছুটির সময়সীমা দেয়া হয়নি।

ফুটবলাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছুটির সময়টিতে তারা পড়াশোনা আর নিজেরাই অনুশীলনের মাধ্যমে নিজেদের ব্যস্ত রাখছেন। এছাড়া ভিডিও নির্মাণের মাধ্যমে নিজেদের ছুটি উপভোগ করছেন তারা যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করতে দেখা গেছে।

নারী ফুটবলাররা বলছেন, ক্যাম্পে যত দ্রুত ফেরা সম্ভব, ততই ভালো। তবে তাদের ছুটি কবে শেষ হবে, সে বিষয়টি জানে কেবল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সাফ জয়ী দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা বলেন, ‘সাফজয়ীদের ছুটি কবে শেষ হবে তা জানি না। এ ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। তবে যত দ্রুত ক্যাম্পে ফেরা যায় মেয়েদের জন্য ভালো। খুব তাড়াতাড়ি ডাকতে পারে তবে কত তারিখে ডাকবে জানি না।’

বাফুফের অভ্যন্তরীণ সূত্র বলছে মেয়েদের ছুটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

নিউজটি শেয়ার করুন

সাফজয়ীদের অনির্দিষ্টকালের ছুটি

আপডেট সময় : ০১:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ জয়ের তিন মাস পেরিয়ে গেছে। এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন মেয়েরা। তবে এই ছুটি কবে শেষ হবে জানা নেই তাদের। মেয়েরা বলছেন, ক্যাম্পে যত দ্রুত ফেরা সম্ভব, ততই ভালো। ফেডারেশনের বার্তায় অপেক্ষায় আছেন তারা।

২০২৪ সালরে ৩০ অক্টোবর স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ৩১ অক্টোবর দেশে ফিরে ছাদখোলা বাসে জাতির সঙ্গে আনন্দ উদযাপন করেন বাংলার বাঘিনীরা।

এদিন সাফজয়ী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণাও দেন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। ১ নভেম্বর তাদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এরপর আরও কিছু সংবর্ধনার পর সাফজয়ী ফুটবলাররা নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে ছুটিতে বাড়ি ফিরে যান। তবে তারা কবে আবার বাফুফে ক্যাম্পে ফিরবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেয়া হয়নি তখন। ৭ ডিসেম্বর কক্সবাজারে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ৬ ডিসেম্বর বাফুফেতে ফেরেন নারী ফুটবলাররা।

কক্সবাজারের সংবর্ধনা অনুষ্ঠান শেষে ৭ ডিসেম্বরের পর আবারও বাফুফেতে দেখা যায় নারী ফুটবলাদের। তবে বাফুফে ক্যাম্প শুরু না করে আবারো ছুটিতে পাঠিয়ে দেয় সাফজয়ীদের। তখনো সুনির্দিষ্ট কোনো ছুটির সময়সীমা দেয়া হয়নি।

ফুটবলাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছুটির সময়টিতে তারা পড়াশোনা আর নিজেরাই অনুশীলনের মাধ্যমে নিজেদের ব্যস্ত রাখছেন। এছাড়া ভিডিও নির্মাণের মাধ্যমে নিজেদের ছুটি উপভোগ করছেন তারা যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করতে দেখা গেছে।

নারী ফুটবলাররা বলছেন, ক্যাম্পে যত দ্রুত ফেরা সম্ভব, ততই ভালো। তবে তাদের ছুটি কবে শেষ হবে, সে বিষয়টি জানে কেবল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সাফ জয়ী দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা বলেন, ‘সাফজয়ীদের ছুটি কবে শেষ হবে তা জানি না। এ ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। তবে যত দ্রুত ক্যাম্পে ফেরা যায় মেয়েদের জন্য ভালো। খুব তাড়াতাড়ি ডাকতে পারে তবে কত তারিখে ডাকবে জানি না।’

বাফুফের অভ্যন্তরীণ সূত্র বলছে মেয়েদের ছুটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।