ঢাকা ০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, তাদের সব অপকর্মের বিচার চায় জামায়াত’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • / ৩৮৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, সেই সঙ্গে তাদের গুম, খুন, হত্যা, লুটপাটসহ সব অপকর্মের বিচার চায় জামায়াত। এই বিচারের মাধ্যমে আগামী দিনে কোনো দুর্বৃত্ত এ ধরনের কাজ করার সাহস পাবে না।’ দলটিকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করাই উপযুক্ত পন্থা বলে জানান তিনি।

আজ (শুক্রবার, ৩ ডিসেম্বর) বিকেলে নাটোর জেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করা সবচেয়ে উপযুক্ত পন্থা। আমরা শুধু আওয়ামী লীগেকে নিষিদ্ধ নয়, সঙ্গে তাদের সব অপকর্মের বিচার চাই। আওয়ামী লীগ যে খুন, গুম, লুণ্ঠন, দেশের অর্থ পাচার করেছে আমরা সব কিছুর বিচার চাই। এসব বাংলাদেশের দুশমন দুনিয়ার যেখানে থাকুক তাদের চিহ্নিত করা প্রয়োজন। আদালতের মাধ্যমে তাদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন, যাতে তাদের দেখে বিশ্বের মানুষ ঘৃণা করে। যদি এদের ঘৃণা করে তাহলে কোনো দুর্বৃত্ত আগামী দিনে এ ধরনের কাজ করার সাহস পাবে না।’

আনুপাতিক হারে নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘বিগত দিনে জাতীয় সংসদ ছিল নাচে-গানে ভরপুর আর চিৎকার-চেঁচামেচিতে ভরা। এজন্য সৎ আইনপ্রণেতা নির্বাচিত করতে হলে আনুপাতিক হারে নির্বাচনের বিকল্প নেই ‘

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন উন্নত দেশে এই সিস্টেম রয়েছে। এতে করে ছোট ছোট দলের সৎ, নিষ্ঠাবান ব্যক্তিরা আইনপ্রণেতা হতে পারবেন। এজন্য বেশির ভাগ রাজনৈতিক দল এ সিস্টেমের পক্ষে মত দিয়েছেন।’

ইসলামী সমমনা দলগুলো নিয়ে রাজনৈতিক জোটের চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে জামায়াত আমীর বলেন, ‘যত দ্রুত সম্ভব সব সংস্কার কাজ শেষ করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানাচ্ছি। অযথা কালক্ষেপণ মানুষ মেনে নেবে না। গত ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দল চাঁদাবাজিতে মত্ত হয়ে উঠেছে।’

নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নূরুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

নিউজটি শেয়ার করুন

‘আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, তাদের সব অপকর্মের বিচার চায় জামায়াত’

আপডেট সময় : ১১:৩৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, সেই সঙ্গে তাদের গুম, খুন, হত্যা, লুটপাটসহ সব অপকর্মের বিচার চায় জামায়াত। এই বিচারের মাধ্যমে আগামী দিনে কোনো দুর্বৃত্ত এ ধরনের কাজ করার সাহস পাবে না।’ দলটিকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করাই উপযুক্ত পন্থা বলে জানান তিনি।

আজ (শুক্রবার, ৩ ডিসেম্বর) বিকেলে নাটোর জেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করা সবচেয়ে উপযুক্ত পন্থা। আমরা শুধু আওয়ামী লীগেকে নিষিদ্ধ নয়, সঙ্গে তাদের সব অপকর্মের বিচার চাই। আওয়ামী লীগ যে খুন, গুম, লুণ্ঠন, দেশের অর্থ পাচার করেছে আমরা সব কিছুর বিচার চাই। এসব বাংলাদেশের দুশমন দুনিয়ার যেখানে থাকুক তাদের চিহ্নিত করা প্রয়োজন। আদালতের মাধ্যমে তাদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন, যাতে তাদের দেখে বিশ্বের মানুষ ঘৃণা করে। যদি এদের ঘৃণা করে তাহলে কোনো দুর্বৃত্ত আগামী দিনে এ ধরনের কাজ করার সাহস পাবে না।’

আনুপাতিক হারে নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘বিগত দিনে জাতীয় সংসদ ছিল নাচে-গানে ভরপুর আর চিৎকার-চেঁচামেচিতে ভরা। এজন্য সৎ আইনপ্রণেতা নির্বাচিত করতে হলে আনুপাতিক হারে নির্বাচনের বিকল্প নেই ‘

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন উন্নত দেশে এই সিস্টেম রয়েছে। এতে করে ছোট ছোট দলের সৎ, নিষ্ঠাবান ব্যক্তিরা আইনপ্রণেতা হতে পারবেন। এজন্য বেশির ভাগ রাজনৈতিক দল এ সিস্টেমের পক্ষে মত দিয়েছেন।’

ইসলামী সমমনা দলগুলো নিয়ে রাজনৈতিক জোটের চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে জামায়াত আমীর বলেন, ‘যত দ্রুত সম্ভব সব সংস্কার কাজ শেষ করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানাচ্ছি। অযথা কালক্ষেপণ মানুষ মেনে নেবে না। গত ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দল চাঁদাবাজিতে মত্ত হয়ে উঠেছে।’

নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নূরুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।