নতুন বছরের দ্বিতীয় দিনে অবরুদ্ধ গাজায় ৭১ ফিলিস্তিনির প্রাণ নিলো দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল। এছাড়া তাদের হামলায় বহু মানুষ আহত হয়েছেন। আজ শুক্রবার (৩ জানুয়ারি) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
বার্তাসংস্থাটি জানাচ্ছে, সর্বশেষ ৭১ জনসহ গাজায় মোট প্রাণহানি ৪৫ হাজার ৬০০ জনে পৌঁছেছে। আর আহতের সংখ্যা লক্ষাধিক।
গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা টিমকে মরদেহ সরাতে বাধা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। গাজা ও উত্তর গাজার রাস্তায় মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
এই গণহত্যা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের সংস্থাগুলোকে আইনি ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বানও জানিয়েছে মিডিয়া অফিস।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, গাজায় ধ্বংসপ্রাপ্ত বাড়ি, ভবন ও বিভিন্ন স্থাপনার নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।