‘গত সরকারের আমলে দেশে পুকুর চুরি নয়, সাগর চুরি হয়েছে’
- আপডেট সময় : ০৮:০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ৩৫৬ বার পড়া হয়েছে
নৌ শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন বিগত সরকারের আমলে এদেশে পুকুর চুরি নয় সাগর চুরি হয়েছে। আজ (শুক্রবার, ৩ জানুয়ারি) খুলনায় সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সুবর্ণজয়ন্তী ও ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘বিগত সরকারের আমলে এদেশে পুকুর চুরি নয় সাগর চুরি হয়েছে। দেশের সবকিছু তছনছ করে গেছে। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সকলকে একসাথে কাজ করতে হবে। একটা সুন্দর দেশ বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘তরুণ প্রজন্মের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়নের নতুন সূচনা তৈরি হয়েছে। তাদের ত্যাগ বৃথা যেতে দেবেন না।’
নৌ উপদেষ্টা বলেন, ‘সারাদেশে এখনো চাঁদাবাজি সন্ত্রাসী হচ্ছে। সবাই মিলে এটাকে প্রতিহত করতে হবে। নইলে দেশ পিছিয়ে যাবে। আয়না ঘর শুধু ক্যান্টনমেন্টে নয়। আয়না ঘর বিশ্ববিদ্যালয় ছিল হোটেলে ছিল এবং বাসায় ছিল। যারা ঘৃণিত অন্যায় করেছে তাদের শাস্তি পেতে হবে।’
অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, মংলা বন্দর চেয়ারম্যানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে ঘিরে সুন্দরবন আদর্শ কলেজের ক্যাম্পাসে ছিল প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা। প্রায় দেড় সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।