ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে খেলতে দেখতে চান সাবেক অধিনায়ক রাকিবুল হাসান। তবে, সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোন সম্ভাবনা দেখছেন না তিনি। তার মতে, দেশের ক্রিকেটের উন্নতির স্বার্থে সিনিয়র ক্রিকেটারদের বিকল্প প্রস্তুত রাখা উচিত বিসিবির। আর প্রতিবছর এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেট আয়োজন হলে লাভবান হবে দেশের ক্রিকেট।

বাংলাদেশ ক্রিকেটের দুই পোস্টার বয় সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দু’জনেরই আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। অনেকদিন ধরেই জাতীয় দলের হয়ে খেলছেন না এই দুই তারকা। তাদের ফেরার বিষয়ে আগ্রহ ও উদ্দীপনার কমতি নেই ক্রিকেট ভক্ত থেকে শুরু করে বিসিবিতেও।

প্রায় ১৫ মাস আগে শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন তামিম। তবে সম্প্রত এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে আবারো মাঠে ফিরেছেন এই দেশ সেরা ওপেনার। সেখানে নিজের সামর্থের প্রমাণ দেয়ার পাশাপাশি এবার মাঠ মাতাচ্ছেন বিপিএলে। আগামী মাসেই পাকিস্তান ও দুবাইতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। সেই টুর্নামেন্টে তামিম ইকবাল ফিরবে বলে আশাবাদী বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।

অন্যদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজে ছিলেন না তিনি। সাকিব খেলতে পারছেন না এবারে বিপিএলেও। সব মিলিয়ে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা দেখছেন না রকিবুল হাসান।

এমন পরিস্থিতিতে দেশের ক্রিকেটের উন্নতির স্বার্থে সিনিয়র ক্রিকেটারদের বিকল্প প্রস্তুত রাখতে বিসিবির প্রতি আহবান জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা

আপডেট সময় : ০৩:৩৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে খেলতে দেখতে চান সাবেক অধিনায়ক রাকিবুল হাসান। তবে, সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোন সম্ভাবনা দেখছেন না তিনি। তার মতে, দেশের ক্রিকেটের উন্নতির স্বার্থে সিনিয়র ক্রিকেটারদের বিকল্প প্রস্তুত রাখা উচিত বিসিবির। আর প্রতিবছর এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেট আয়োজন হলে লাভবান হবে দেশের ক্রিকেট।

বাংলাদেশ ক্রিকেটের দুই পোস্টার বয় সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দু’জনেরই আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। অনেকদিন ধরেই জাতীয় দলের হয়ে খেলছেন না এই দুই তারকা। তাদের ফেরার বিষয়ে আগ্রহ ও উদ্দীপনার কমতি নেই ক্রিকেট ভক্ত থেকে শুরু করে বিসিবিতেও।

প্রায় ১৫ মাস আগে শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন তামিম। তবে সম্প্রত এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে আবারো মাঠে ফিরেছেন এই দেশ সেরা ওপেনার। সেখানে নিজের সামর্থের প্রমাণ দেয়ার পাশাপাশি এবার মাঠ মাতাচ্ছেন বিপিএলে। আগামী মাসেই পাকিস্তান ও দুবাইতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। সেই টুর্নামেন্টে তামিম ইকবাল ফিরবে বলে আশাবাদী বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।

অন্যদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজে ছিলেন না তিনি। সাকিব খেলতে পারছেন না এবারে বিপিএলেও। সব মিলিয়ে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা দেখছেন না রকিবুল হাসান।

এমন পরিস্থিতিতে দেশের ক্রিকেটের উন্নতির স্বার্থে সিনিয়র ক্রিকেটারদের বিকল্প প্রস্তুত রাখতে বিসিবির প্রতি আহবান জানিয়েছেন তিনি।