অভিনয়ের পাশাপাশি সঙ্গীত অঙ্গনেও পরিচিত হয়ে উঠেছেন দেশের ছোটপর্দার প্রিয়মুখ তাসনিয়া ফারিণ। নতুন বছরে তার একটি গান প্রকাশের সুখবর দিয়েছেন। এবার এলো আরও বড় খবর। কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে সিনেমা করতে যাচ্ছেন তিনি।
দেব নিজেই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নতুন সিনেমা নিয়ে কথা বলেছেন। ‘প্রজাপতি ২’ নামে চলতি বছরে আসছে সিনেমাটি। দেব পোস্টে লিখেন, ‘চব্বিশের না বলা গল্প, বলা হবে পঁচিশে।’
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আগের ছবির সিক্যুয়েল এটি। সেই অনুযায়ী দেবের বাবার চরিত্রে আবারও দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। তবে আর কে কে থাকছে তা নিয়ে টিমের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
সংবাদমাধ্যমগুলো জানায়, আগস্টে দেব ও মিঠুন চক্রবর্তীর এই সিনেমার ঘোষণা হয়। ছবিতে অভিনেত্রী তাসনিয়া ফারিণকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।