ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দেশের বেশির ভাগ অঞ্চল কুয়াশার চাদরে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে জেঁকে বসেছে কনকনে শীত। দুই দিন ধরে অভিমানী সূর্য মুখ লুকিয়ে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। সেই সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশা, সঙ্গে হিমেল হাওয়া। সব মিলিয়ে বিপর্যস্ত জনজীবন। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ৮ দশমিক ৩ এবং ঢাকায় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করা হয়েছে। আগামী ৬-৭ তারিখ পর্যন্ত এ অবস্থা থাকার সম্ভাবনা। এতে দেশজুড়ে তাপমাত্রা কমে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আজও ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে সারা দেশ। শুক্রবার (৩ জানুয়ারি) ছুটির দিন সকালে রাজধানীর আকাশ গতকাল বৃহস্পতিবারের মতোই কুয়াশায় ঢেকে আছে। শীতের অনুভূতিও বেড়েছে। গত ৩১ ডিসেম্বর থেকেই দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়তে শুরু করেছে। কমে গেছে তাপমাত্রা আর তাতে বেড়েছে শীতের প্রকোপ। তবে রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে কুয়াশা পড়তে শুরু করে গতকাল থেকে।

ভোর রাত থেকে ঢাকায় বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সঙ্গে কনকনে শীত। এতে বাইরে বের হওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। পুরো রাজধানী ঘন কুয়াশার চাদরে মোড়া। কুয়াশায় ভিজে আছে সড়ক। সূর্যের দেখা নেই। পরিবহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় রাস্তা-ঘাটে মানুষের চলাচল কম। পর্যাপ্ত গরম কাপড় পরে বের হওয়া মানুষেরাও ভোগান্তিতে পড়েছেন। খেটেখাওয়া ও ছিন্নমূল মানুষেরা আছেন বড় বিপদে। তাদের শীতে নিবারণের জন্য পর্যাপ্ত কাপড়ও নেই। আবার ঘরে বসে থাকারও উপায় নেই।

আজ শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, দেশের বিভিন্ন বিভাগ ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে।

ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সব জেলার আকাশে ঘন থেকে অতিঘন কুয়াশার উপস্থিতি থাকায় সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ময়মনসিংহ ও খুলনা বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকলেও সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে সূর্যের আলো দেখা যেতে পারে।
বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশায় ভিজে গেছে রাস্তাঘাট।

আর যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। ছুটির দিন হওয়ায় রাস্তাঘাটে মানুষের আনাগোনা তুলনামূলক কম। তবে যারাই বের হচ্ছেন, বৃষ্টির মতো কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় ভোগান্তিতে পড়ছেন। একাধিক গরম পোশাক গায়ে জড়িয়েও যেন শীতের সঙ্গে পারা দায়।

অন্যদিকে রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জেলায় হালকা কুয়াশা থাকায় সকাল ১০টা থেকে ১২টার মধ্যে সূর্যের আলোর দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর মধ্যে দেশের অন্তত ছয় স্থানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ সারা দিনে কুয়াশা কমার তেমন লক্ষণ নেই। রাজধানীতে আজকের তাপমাত্রা গতকালের মতই অর্থাৎ ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল থেকে রোদ না ওঠায় শীতের অনুভূতি অনেকটাই বেড়েছে।

গতকাল বিশেষ করে দেশের উত্তর জনপদে এমন কুয়াশা পড়ে যে দিনেও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। রাজধানীতে এদিন একবারের জন্য সূর্যের মুখ দেখা যায়নি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও রাজধানীতে কুয়াশা কেটে সূর্যের মুখ দেখার সম্ভাবনা কম। তবে আগামীকাল শনিবার থেকে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে।

এদিকে ঘন কুয়াশার মধ্যে আজ দেশের কয়েকটি স্থানে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এর মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৯টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ শহরে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের আরেক জনপদ কুড়িগ্রামের রাজারহাটের তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া কুষ্টিয়ায় আজকের তাপমাত্রা ৯ দশমিক ৬, রাজশাহীতে ৯ দশমিক ৮, নওগাঁর বদলগাছীতে ৮ দশমিক ৫। এছাড়াও রংপুর, দিনাজপুর, নোয়াখালী ও ফেনীর বেশিরভাগ এলাকাও ঢেকে আছে কুয়াশার চাঁদরে।

নিউজটি শেয়ার করুন

দেশের বেশির ভাগ অঞ্চল কুয়াশার চাদরে

আপডেট সময় : ১২:৫২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

সারা দেশে জেঁকে বসেছে কনকনে শীত। দুই দিন ধরে অভিমানী সূর্য মুখ লুকিয়ে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। সেই সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশা, সঙ্গে হিমেল হাওয়া। সব মিলিয়ে বিপর্যস্ত জনজীবন। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ৮ দশমিক ৩ এবং ঢাকায় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করা হয়েছে। আগামী ৬-৭ তারিখ পর্যন্ত এ অবস্থা থাকার সম্ভাবনা। এতে দেশজুড়ে তাপমাত্রা কমে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আজও ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে সারা দেশ। শুক্রবার (৩ জানুয়ারি) ছুটির দিন সকালে রাজধানীর আকাশ গতকাল বৃহস্পতিবারের মতোই কুয়াশায় ঢেকে আছে। শীতের অনুভূতিও বেড়েছে। গত ৩১ ডিসেম্বর থেকেই দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়তে শুরু করেছে। কমে গেছে তাপমাত্রা আর তাতে বেড়েছে শীতের প্রকোপ। তবে রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে কুয়াশা পড়তে শুরু করে গতকাল থেকে।

ভোর রাত থেকে ঢাকায় বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সঙ্গে কনকনে শীত। এতে বাইরে বের হওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। পুরো রাজধানী ঘন কুয়াশার চাদরে মোড়া। কুয়াশায় ভিজে আছে সড়ক। সূর্যের দেখা নেই। পরিবহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় রাস্তা-ঘাটে মানুষের চলাচল কম। পর্যাপ্ত গরম কাপড় পরে বের হওয়া মানুষেরাও ভোগান্তিতে পড়েছেন। খেটেখাওয়া ও ছিন্নমূল মানুষেরা আছেন বড় বিপদে। তাদের শীতে নিবারণের জন্য পর্যাপ্ত কাপড়ও নেই। আবার ঘরে বসে থাকারও উপায় নেই।

আজ শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, দেশের বিভিন্ন বিভাগ ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে।

ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সব জেলার আকাশে ঘন থেকে অতিঘন কুয়াশার উপস্থিতি থাকায় সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ময়মনসিংহ ও খুলনা বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকলেও সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে সূর্যের আলো দেখা যেতে পারে।
বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশায় ভিজে গেছে রাস্তাঘাট।

আর যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। ছুটির দিন হওয়ায় রাস্তাঘাটে মানুষের আনাগোনা তুলনামূলক কম। তবে যারাই বের হচ্ছেন, বৃষ্টির মতো কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় ভোগান্তিতে পড়ছেন। একাধিক গরম পোশাক গায়ে জড়িয়েও যেন শীতের সঙ্গে পারা দায়।

অন্যদিকে রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জেলায় হালকা কুয়াশা থাকায় সকাল ১০টা থেকে ১২টার মধ্যে সূর্যের আলোর দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর মধ্যে দেশের অন্তত ছয় স্থানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ সারা দিনে কুয়াশা কমার তেমন লক্ষণ নেই। রাজধানীতে আজকের তাপমাত্রা গতকালের মতই অর্থাৎ ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল থেকে রোদ না ওঠায় শীতের অনুভূতি অনেকটাই বেড়েছে।

গতকাল বিশেষ করে দেশের উত্তর জনপদে এমন কুয়াশা পড়ে যে দিনেও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। রাজধানীতে এদিন একবারের জন্য সূর্যের মুখ দেখা যায়নি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও রাজধানীতে কুয়াশা কেটে সূর্যের মুখ দেখার সম্ভাবনা কম। তবে আগামীকাল শনিবার থেকে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে।

এদিকে ঘন কুয়াশার মধ্যে আজ দেশের কয়েকটি স্থানে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এর মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৯টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ শহরে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের আরেক জনপদ কুড়িগ্রামের রাজারহাটের তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া কুষ্টিয়ায় আজকের তাপমাত্রা ৯ দশমিক ৬, রাজশাহীতে ৯ দশমিক ৮, নওগাঁর বদলগাছীতে ৮ দশমিক ৫। এছাড়াও রংপুর, দিনাজপুর, নোয়াখালী ও ফেনীর বেশিরভাগ এলাকাও ঢেকে আছে কুয়াশার চাঁদরে।