ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে রেলওয়ের নির্দেশনা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • / ৩৫৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশব্যাপী চলমান শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে রেলপথে সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধের জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার (৩ জনুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বার্তায় এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা সংকুচিত হওয়ায় ট্রেন পরিচালনায় নিয়োজিত রানিং স্টাফদের (ট্রেন চালানোর দায়িত্বে থাকা কর্মীরা) আরও বেশি সতর্ক থাকতে হবে। রেলক্রসিংয়ে দায়িত্বরত কর্মচারীদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে এবং অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় পথচারীদের বাড়তি সচেতন থাকতে বলা হয়েছে। তাছাড়া রেললাইনে অকারণে যাতায়াত পরিহার করার জন্যও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেক ক্ষেত্রেই স্বাভাবিক অবস্থার তুলনায় কমে গেছে, যা ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে। তাই রেলওয়ে কর্তৃপক্ষ সব কর্মকর্তা-কর্মচারী, পথচারী এবং সংশ্লিষ্ট সবার প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান করেছে।

নিউজটি শেয়ার করুন

শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে রেলওয়ের নির্দেশনা

আপডেট সময় : ০৮:১৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

দেশব্যাপী চলমান শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে রেলপথে সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধের জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার (৩ জনুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বার্তায় এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা সংকুচিত হওয়ায় ট্রেন পরিচালনায় নিয়োজিত রানিং স্টাফদের (ট্রেন চালানোর দায়িত্বে থাকা কর্মীরা) আরও বেশি সতর্ক থাকতে হবে। রেলক্রসিংয়ে দায়িত্বরত কর্মচারীদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে এবং অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় পথচারীদের বাড়তি সচেতন থাকতে বলা হয়েছে। তাছাড়া রেললাইনে অকারণে যাতায়াত পরিহার করার জন্যও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেক ক্ষেত্রেই স্বাভাবিক অবস্থার তুলনায় কমে গেছে, যা ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে। তাই রেলওয়ে কর্তৃপক্ষ সব কর্মকর্তা-কর্মচারী, পথচারী এবং সংশ্লিষ্ট সবার প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান করেছে।