বার্সাকে বাড়তি সুবিধা দিলে আদালতে যাওয়ার হুমকি
- আপডেট সময় : ০২:৫৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে
২০২৪ শেষ হওয়ার সঙ্গে লা লিগায় খেলোয়াড় নিবন্ধনের খাতাটাও বন্ধ হয়ে গেছে। কিন্তু মৌসুমের বাকি অর্ধেকের জন্য দানি অলমো আর পাউ ভিক্তরকে নিজেদের খেলোয়াড় হিসেবে নিবন্ধন করাতে পারেনি বার্সেলোনা। অবস্থা এমন দাঁড়িয়েছে, মৌসুমের শুরুতে ৫ কোটি ৫০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬৮৬ টাকারও বেশি) দিয়ে কেনা অলমো ফ্রি এজেন্ট হয়ে অন্য ক্লাবে যায় যায় অবস্থা!
এমন অবস্থায় বার্সার পথের কাঁটা আরও বাড়াচ্ছে লিগের বাকি দলগুলোর বেশ কয়েকটি। বার্সা আইনের ফাঁক গলে অলমো ও পাউ ভিক্তরকে নিবন্ধনের পথ খুঁজছে – এটা জানার পর আথলেতিক বিলবাও, আতলেতিকো মাদ্রিদসহ বেশ কয়েকটি ক্লাব লিগ কর্তৃপক্ষকে হুমকি দিয়েছে, এভাবে একটি দলকে বাড়তি সুবিধা দেওয়া হলে তারা এ নিয়ে আদালতে যাবে।
অলমোকে নিবন্ধন করাতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনে (আরএফইএফ) দুই দফা আবেদন করেও লাভ হয়নি বার্সার। দুবারই তাঁদের আবেদন ফিরিয়েছে দেশটির পেশাদার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আরএফইএফ। এদিকে অলমোকে ধরে রাখতে না পারলে চুক্তি অনুযায়ী প্রায় ১২ কোটি ইউরো (প্রায় ১৫০০ কোটি টাকা) গচ্চা দিতে হওয়ার শঙ্কার সামনে দাঁড়িয়ে কাতালান ক্লাবটি।
অলমোকে ধরে রাখার প্রায় সমস্ত পথ বন্ধ হয়ে গেলেও আইনের ফাঁক গলে একটা উপায় খুঁজে পেয়েছে দলটি। ক্যাম্প ন্যু-র ভিআইপি বক্সের আসন বিক্রি করে পাওয়া প্রায় ১০ কোটি ইউরোকে ঢাল হিসেবে ব্যবহার করার পথে হাঁটছে বার্সা। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের রিপোর্ট অনুযায়ী, ভিআইপি আসন বিক্রির অর্থ ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। আর বার্সা আশা করছে, দ্রুতই অলমো ও ভিক্তরকে নিবন্ধন করতে পারবে তারা।
এ খবরে বার্সা সমর্থকদের স্বস্তি মেলার কথা। যাক, অবশেষে বোধহয় জটিল ঝামেলা থেকে মুক্তি মিলল! কিন্তু না, এত সহজে স্বস্তির নিশ্বাস ফেলার সুযোগ নেই। বরং ঝামেলা আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। তা সমস্যাটা কী? অন্যান্য স্প্যানিশ ক্লাবগুলো সাফ জানিয়ে দিয়েছে, সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও বার্সাকে খেলোয়াড় নিবন্ধনে সুবিধা দিলে লা লিগার বিরুদ্ধে আদালতে মামলা করবে তারা।
স্পোর্তের এক প্রতিবেদন অনুসারে, সেভিয়া, আতলেতিকো মাদ্রিদ, আথলেতিক বিলবাওয়ের মতো ক্লাবগুলো বার্সার আর্থিক লেনদেন গভীরভাবে যাচাই করার জন্য লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসের ওপর চাপ বাড়াচ্ছে। পাশাপাশি কাতালান ক্লাবটির ওপর লা লিগা কর্তৃপক্ষের কথিত পক্ষপাতমূলক আচরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তারা জানিয়েছে, লিগের নিয়মের যেন কোনো ব্যত্যয় না ঘটে।
প্রতিবেদনে আরও বলা হয়, বার্সেলোনাকে খেলোয়াড় নিবন্ধনে অনুমতি দিলে, ক্লাবগুলোর একটা অংশ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে মামলার পথে হাঁটবে। শুধু তাই নয়, লিগ থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছে তারা। ক্লাবগুলোর দাবি, অতীতে এমন ঘটনায় লা লিগা তাদের নীতির ওপর ঠিক থেকে বিষয়গুলো সামলেছিল। এবার যদি বার্সার প্রতি পক্ষপাতমূলক আচরণ করে, সেটাতে লিগ বিশ্বাসযোগ্যতা হারাবে।
বার্সেলোনা, লা লিগা ও অন্যান্য ক্লাবগুলোর এমন অবস্থা স্প্যানিশ ফুটবলের পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে। এ অবস্থার মধ্যেও বার্সা আত্মবিশ্বাসী, তারা অলমো ও পাউ ভিক্তরকে নিবন্ধন করাতে পারবে।
উল্লেখ্য, মৌসুমের শুরুতে লাইপজিগ থেকে ৫ কোটি ৫০ লাখ ইউরো দিয়ে অলমোকে দলে টানে বার্সা। কিন্তু লা লিগার বেঁধে দেওয়া বেতন ও খরচের সীমায় থাকতে না পারায় তখন অলমোকে নিজেদের খেলোয়াড় হিসেবে নিবন্ধন করতে পারেনি ক্লাবটি। পরবর্তীতে ক্রিস্তেনসেন চোটে পড়লে তাঁর জায়গায় অলমোকে প্রাথমিকভাবে ৬ মাসের নিবন্ধন করায় বার্সা। সে নিবন্ধনের মেয়াদ শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর।