আজমীরে ‘চাদর’ উপহার দিলেন মোদী
- আপডেট সময় : ১২:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে
আজমীর শরীফ দরগার জায়গায় একটি শিব মন্দির রয়েছে বলে দাবি করেছে হিন্দু সেনা। এই নিয়ে আদালতে মামলাও চলছে। সেই বিতর্কে মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে একটি ‘চাদর’ উপহার দিয়েছেন। আজ শুক্রবার সেই চাদর চড়ানো হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই প্রতিবছর আজমীর শরীফ দরগায় উরসের সময় চাদর উপহার দিয়ে আসছেন মোদী। এবারও তার অন্যথা হল না।
সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুকে উরস উপলক্ষে মাজারে চাদর উপহার দেওয়ার একটি ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লিখেছেন, ‘খাজা মঈনুদ্দিন চিশতির উরসে শুভেচ্ছা। এই উপলক্ষ সবার জীবনে বয়ে আনুক সুখ ও শান্তি।’ মোদীকে চাদর দেওয়ার একটি ছবি শেয়ার করে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকী, রিজিজু এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এই উদ্যোগ ভারতের সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্য এবং সম্প্রীতি ও সহানুভূতির স্থায়ী বার্তার প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধাকে প্রতিফলিত করে।’
উল্লেখ্য, খাজা মঈনুদ্দিন চিশতির মৃত্যুবার্ষিকী স্মরণে প্রতি বছর উরস অনুষ্ঠিত হয়। যদিও প্রধানমন্ত্রী মোদী খাজা মইনুদ্দিন চিশতির মাজারে চাদর উপহার দিয়ে আসছেন ২০১৪ সাল থেকে। এদিকে, হিন্দু সেনা সম্প্রতি আজমীরে শিব মন্দিরের দাবি করে বিতর্কে জড়িয়েছে।
হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত আজমির দরগাকে শিব মন্দির ঘোষণা করার জন্য রাজস্থানের একটি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত গত বছরের নভেম্বরে মামলাটি শুনতে রাজি হয়েছে এবং দরগা কমিটি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এবং এএসআইকে নোটিশ জারি করার নির্দেশ দেয়। এরপরেই কংগ্রেস সহ বিরোধী দলগুলি বিজেপির সমালোচনা করে।
রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা অশোক গেহলট বলেছিলেন, যে প্রধানমন্ত্রী মোদী যখন আজমীর দরগায় চাদর উপহার দিয়ে আসছেন সেই সময় তাঁর দলের সদস্যরা আদালতে গিয়ে বিভ্রান্তি তৈরি করেছেন।তিনি বলেছিলেন, সারা দেশ থেকে মানুষ আজমীর দরগায় প্রার্থনা করতে আসেন। এমনকী প্রধানমন্ত্রী মোদীসহ সমস্ত প্রধানমন্ত্রী আজমির দরগায় চাদর অর্পণ করেন। তারপরও তাঁর দলের সদস্যরা আদালতে গিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন। এরকম করে কী ধরনের বার্তা ছড়ানো হচ্ছে? যেখানে অস্থিরতা, সেখানে উন্নয়ন হতে পারে না।’ জানা যাচ্ছে, আজ কিরেন রিজিজু আজমীর যাবেন। আর সেখানেই উরস উপলক্ষে প্রধানমন্ত্রী মোদীর দেওয়া চাদর দান করবেন।