এইচএমপিভির সংক্রমণ নিয়ে যা বলছে চীন
- আপডেট সময় : ১২:০৫:২১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / ৩৪২ বার পড়া হয়েছে
করোনাভাইরাস সংক্রমণের পাঁচ বছর পর এবার চীনে হিউম্যান মেটাপনিমোভাইরাস (এইচএমপিভি) নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে এ নিয়ে শঙ্কার কথা উড়িয়ে দিয়েছে বেইজিং। এই ভাইরাসের সংক্রমণ শীতের স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছে চীনা কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চীন তাদের দেশের ফ্লু-এর প্রকোপের খবর খারিজ করে দিয়ে বলেছে যে এই ধরনের খবর ঠিক নয়। যাতে দাবি করা হয়েছে যে চীনের হাসপাতালে রোগীর উপচে পড়েছে। চীনের দাবি যে প্রত্যেক বছর শীতের মরশুমে শ্বাসজনিত সমস্যায় মানুষ ভর্তি হয়। এটা প্রতি বছরই হয়। বরং গত বছরের তুলনায় এবার এটি অনেক কম রয়েছে।
গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন যে, উত্তর গোলার্ধে চীন এবং তার আশপাশে এলাকায় ঠান্ডার সময় নিঃশ্বাস জনিত সমস্যা তৈরি হয়। তিনি এই আশ্বাস দিয়েছেন যে চীনের যাত্রা করা সুরক্ষিত।
মাও নিং মিডিয়ার সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন যে এই রোগ গত বছরের তুলনায় কম গুরুতর এবং এর প্রাদুর্ভাবও কম হয়েছে। তিনি এও বলেছেন যে চীন সরকার নিজের নাগরিকদের এবং চীনে বসবাসকারী বিদেশী নাগরিকদের স্বাস্থ্য নিয়ে সম্পূর্ণরূপে সুরক্ষা প্রদান করেছে।
সোশ্যাল মিডিয়াতে ভিড়ে ভরা হাসপাতালে ভিডিও ভাইরাল হচ্ছে। কিন্তু মাও নিং বলছেন যে, এটি প্রত্যেক বছরের ঘটনা। যা শীতের সময় হয়। গত কিছু মাস ধরে চীনের আবহাওয়া অত্যন্ত ঠান্ডা। যা এই রোগের প্রকোপের কারণ চীনের শ্বাসজনিত রোগ হয়। প্রতিরোধে প্রশাসন ঠান্ডার মরশুমে শ্বাসজনিত রোগের প্রতিরক্ষার জন্য দিশা নির্দেশে জারি করেছে।এর উদ্দেশ্য লোকেদের সচেতন করা এবং ভাইরাস সম্ভাবিত প্রসারকে আটকানো।