ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফুলকপি-বাঁধাকপির দাম আড়াই টাকা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • / ৩৭২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উর্ধ্বমুখী নিত্যপণের বাজারে সম্প্রতি স্বস্তি এনেছে সবজি। অধিকাংশ সবজিই ক্রয়ক্ষমতার মধ্যে। এতে খুশি ক্রেতারা। মানুষ বেশি করে সবজি কেনায় খুশি খুচরা বিক্রেতারাও। লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগীরাও। তবে দুঃখের শেষ নেই চাষিদের। কিছু সবজিতে আবাদের খরচ তোলা তো দূরের কথা; বাজারে আনতে যে খরচ হচ্ছে তাও উঠছে না।

শুক্রবার (৩ জানুয়ারি) বগুড়ার শিবগঞ্জের মহাস্থান হাটে এই চিত্র দেখা গেছে।

এই হাটে কৃষক পর্যায়ে ফুলকপি আর বাঁধাকপির দাম কেজি প্রতি দুই থেকে থেকে আড়াই টাকায় নেমেছে। অথচ হাত বদলে রাজধানী ঢাকার বাজারগুলোতে সেই ২০ থেকে ২৫ টাকা কেজিতে সবজি বিক্রি হচ্ছে।

মহাস্থান হাটে ফুলকপি বিক্রি করতে এসে হতাশায় ভেঙে পড়েন কৃষক কাসেম মণ্ডল।

তিনি বলেন, ‘বাড়িতে গরু-ছাগল থাকলে কপি তাদেরই খাওয়াতাম; বাজারে আনতাম না। উৎপাদন খরচ বাদই দিলাম, মাঠ থেকে হাট পর্যন্ত আনতে যে খরচ হচ্ছে, সেই টাকাও পাচ্ছি না।’

এদিকে রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে সাইজ ভেদে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপির দাম গড়ে ২০ টাকা। আড়ত থেকে পাইকারি কিনলে দাম ১২ থেকে ১৫ টাকা প্রতিটি।

দেশে সবজির অন্যতম বড় মোকাম মহাস্থান হাটে শুধু ফুলকপি নয়, শীতকালীন সবজির মধ্যে বাঁধাকপি, মুলা, শিমসহ আরও কয়েকটি সবজির দাম কৃষক পর্যায়ে একেবারে কমে গেছে।

নিউজটি শেয়ার করুন

ফুলকপি-বাঁধাকপির দাম আড়াই টাকা

আপডেট সময় : ১১:৪১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

উর্ধ্বমুখী নিত্যপণের বাজারে সম্প্রতি স্বস্তি এনেছে সবজি। অধিকাংশ সবজিই ক্রয়ক্ষমতার মধ্যে। এতে খুশি ক্রেতারা। মানুষ বেশি করে সবজি কেনায় খুশি খুচরা বিক্রেতারাও। লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগীরাও। তবে দুঃখের শেষ নেই চাষিদের। কিছু সবজিতে আবাদের খরচ তোলা তো দূরের কথা; বাজারে আনতে যে খরচ হচ্ছে তাও উঠছে না।

শুক্রবার (৩ জানুয়ারি) বগুড়ার শিবগঞ্জের মহাস্থান হাটে এই চিত্র দেখা গেছে।

এই হাটে কৃষক পর্যায়ে ফুলকপি আর বাঁধাকপির দাম কেজি প্রতি দুই থেকে থেকে আড়াই টাকায় নেমেছে। অথচ হাত বদলে রাজধানী ঢাকার বাজারগুলোতে সেই ২০ থেকে ২৫ টাকা কেজিতে সবজি বিক্রি হচ্ছে।

মহাস্থান হাটে ফুলকপি বিক্রি করতে এসে হতাশায় ভেঙে পড়েন কৃষক কাসেম মণ্ডল।

তিনি বলেন, ‘বাড়িতে গরু-ছাগল থাকলে কপি তাদেরই খাওয়াতাম; বাজারে আনতাম না। উৎপাদন খরচ বাদই দিলাম, মাঠ থেকে হাট পর্যন্ত আনতে যে খরচ হচ্ছে, সেই টাকাও পাচ্ছি না।’

এদিকে রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে সাইজ ভেদে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপির দাম গড়ে ২০ টাকা। আড়ত থেকে পাইকারি কিনলে দাম ১২ থেকে ১৫ টাকা প্রতিটি।

দেশে সবজির অন্যতম বড় মোকাম মহাস্থান হাটে শুধু ফুলকপি নয়, শীতকালীন সবজির মধ্যে বাঁধাকপি, মুলা, শিমসহ আরও কয়েকটি সবজির দাম কৃষক পর্যায়ে একেবারে কমে গেছে।