গেল রাতে নাটকীয় এক ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে কার্লোস আনচেলত্তির শিষ্যরা। পুরো ম্যাচে ছিল বিতর্কের নানা অনুষঙ্গ।
উস্কানিতে পা দিয়ে গোলরক্ষককে আঘাত করেন ভিনিসিউস জুনিয়র। লাল কার্ড দেখে তাকে মাঠে ছাড়তে হয়। পেনাল্টি মিস করেন জুড বেলিংহ্যাম। ভালেন্সিয়ার বিপক্ষে দিক হারানো দলের উদ্ধারকর্তা হিসেবে হাজির হন অভিজ্ঞ ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ। বদলি হিসেবে নেমে দলকে সমতায় ফেরান তিনি। যোগ করা সময়ে স্বাগতিকদের উপহার কাজে লাগিয়ে দলকে তিন পয়েন্ট এনে দিলেন বেলিংহ্যাম।
শুক্রবার (৩ জানুয়ারি) ম্যাচের ২৭তম মিনিটে খুব কাছ থেকে গেররার শট কোনোমতে ফিরিয়ে দেন কোর্তোয়া। ফিরতি বলে সুযোগ কাজে লাগান দুরো। ছুটে গিয়ে অনায়াসে জাল খুঁজে নেন তিনি।
বিরতির পর ৫২তম মিনিটে ডি বক্সে কিলিয়ান এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। বেলিংহ্যামের নিচু গড়ানো শট ফেরে পোস্টে লেগে! স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে এই প্রথম পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন তিনি।
৮৫তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান একটু আগে বদলি নামা মদ্রিচ।
আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে এগিয়ে যায় রিয়াল। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের জাল খুঁজে নেন বেলিংহ্যাম।
এই জয়ে চলতি বছরে শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ। তাদের এখন ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট। ১ ম্যাচ কম খেলে আতলেতিকো মাদ্রিদের ৪১ পয়েন্ট।