ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হ্যাটট্রিক পরাজয় তারকাবহুল ঢাকার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:২২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • / ৩৪০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারকাবহুল ঢাকা ক্যাপিটালসের হারের বৃত্ত যেন কাটছেই না। শাকিব খানের মালিকানাধীন দলটি এখনও পর্যন্ত এবারের আসরে একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি। শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে ২০ রানে হার মানে তারা। ফলে টানা তিন ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেলো ঢাকা।

টসে হেরে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর। জবাবে ব্যাট করতে নেমে থিসারা পেরেরার অপরাজিত ১০৩ রানের ইনিংস সত্ত্বেও ১৫৩ রানেই গুটিয়ে যায় ঢাকা ক্যাপিটালস।

খুলনার শুরুটা ছিল চমৎকার। মাত্র ৫ ওভারে স্কোরবোর্ডে জমা হয় ৫০ রান। ওপেনার মোহাম্মদ নাইম ১৭ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। তবে ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এরপর জিয়াউর রহমান (২২) ও মাহিদুল ইসলাম অঙ্কন (৩২) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শেষদিকে আবু হায়দার রনি ৮ বলে ২১ রান করে দলের স্কোর ১৭৩ রানে নিয়ে যান।

জবাবে ব্যাট করতে নেমে ঢাকার শুরুটা ভালো হলেও দ্রুতই ছন্দ হারায় তারা। তৃতীয় ওভারে মেহেদী হাসান মিরাজের ডাবল ধাক্কায় বিপর্যয়ে পড়ে ঢাকা। ওপেনার লিটন দাস (২) ও স্টিফেন ইস্কেনাজি একই ওভারে আউট হন। এরপর দ্রুত আরও চারটি উইকেট হারিয়ে ৪১ রানে ৬ উইকেট হারায় দলটি।

অধিনায়ক থিসারা পেরেরা একাই লড়াই চালিয়ে যান। ৬০ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৯টি চার ও ৫টি ছক্কা। তবে সঙ্গী না পাওয়ায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি তিনি। চাতুরাঙ্গা ডি সিলভা ২০ বলে ১১ রান করে অপরাজিত থাকেন।

খুলনার হয়ে মেহেদী হাসান মিরাজ ৩ উইকেট শিকার করেন। আবু হায়দার রনি ২টি ও জিয়াউর রহমান ১টি উইকেট নেন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণেই ঢাকার ব্যাটিং লাইন-আপ বড় ধাক্কা খায়।

অপরাজিত সেঞ্চুরি করেও দলের হার ঠেকাতে না পারলেও ম্যাচ সেরা নির্বাচিত হন থিসারা পেরেরা।

তিন ম্যাচে তিনটি হারে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস। পরবর্তী ম্যাচগুলোতে জয়ের ধারায় ফিরতে না পারলে শীর্ষ চারে যাওয়ার স্বপ্ন আরও কঠিন হয়ে পড়বে তাদের জন্য।

নিউজটি শেয়ার করুন

হ্যাটট্রিক পরাজয় তারকাবহুল ঢাকার

আপডেট সময় : ১১:২২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

তারকাবহুল ঢাকা ক্যাপিটালসের হারের বৃত্ত যেন কাটছেই না। শাকিব খানের মালিকানাধীন দলটি এখনও পর্যন্ত এবারের আসরে একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি। শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে ২০ রানে হার মানে তারা। ফলে টানা তিন ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেলো ঢাকা।

টসে হেরে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর। জবাবে ব্যাট করতে নেমে থিসারা পেরেরার অপরাজিত ১০৩ রানের ইনিংস সত্ত্বেও ১৫৩ রানেই গুটিয়ে যায় ঢাকা ক্যাপিটালস।

খুলনার শুরুটা ছিল চমৎকার। মাত্র ৫ ওভারে স্কোরবোর্ডে জমা হয় ৫০ রান। ওপেনার মোহাম্মদ নাইম ১৭ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। তবে ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এরপর জিয়াউর রহমান (২২) ও মাহিদুল ইসলাম অঙ্কন (৩২) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শেষদিকে আবু হায়দার রনি ৮ বলে ২১ রান করে দলের স্কোর ১৭৩ রানে নিয়ে যান।

জবাবে ব্যাট করতে নেমে ঢাকার শুরুটা ভালো হলেও দ্রুতই ছন্দ হারায় তারা। তৃতীয় ওভারে মেহেদী হাসান মিরাজের ডাবল ধাক্কায় বিপর্যয়ে পড়ে ঢাকা। ওপেনার লিটন দাস (২) ও স্টিফেন ইস্কেনাজি একই ওভারে আউট হন। এরপর দ্রুত আরও চারটি উইকেট হারিয়ে ৪১ রানে ৬ উইকেট হারায় দলটি।

অধিনায়ক থিসারা পেরেরা একাই লড়াই চালিয়ে যান। ৬০ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৯টি চার ও ৫টি ছক্কা। তবে সঙ্গী না পাওয়ায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি তিনি। চাতুরাঙ্গা ডি সিলভা ২০ বলে ১১ রান করে অপরাজিত থাকেন।

খুলনার হয়ে মেহেদী হাসান মিরাজ ৩ উইকেট শিকার করেন। আবু হায়দার রনি ২টি ও জিয়াউর রহমান ১টি উইকেট নেন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণেই ঢাকার ব্যাটিং লাইন-আপ বড় ধাক্কা খায়।

অপরাজিত সেঞ্চুরি করেও দলের হার ঠেকাতে না পারলেও ম্যাচ সেরা নির্বাচিত হন থিসারা পেরেরা।

তিন ম্যাচে তিনটি হারে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস। পরবর্তী ম্যাচগুলোতে জয়ের ধারায় ফিরতে না পারলে শীর্ষ চারে যাওয়ার স্বপ্ন আরও কঠিন হয়ে পড়বে তাদের জন্য।