২০২৫-এ যাত্রা উচ্চগতির ট্রেন ভ্রমণের
- আপডেট সময় : ১২:০০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে
বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেল ভ্রমণ সূচনার সাক্ষী হতে যাচ্ছে-২০২৫। যেখানে বিলাসবহুল ট্রেন থেকে শুরু করে উচ্চগতির ট্রেন ভ্রমণ রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছে চীন, ইতালি, ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্র এমনকি সৌদি আরবও। দেশীয় শিল্প আর বিলাসিতার ছোঁয়ায় সাজানো হয়েছে এসব ট্রেন। এখন শুধু যাত্রী নিয়ে ছোটার অপেক্ষা।
পাঁচ তারকা মানের বিলাসবহুল ট্রেন থেকে শুরু করে উচ্চগতির ট্রেন। প্রথমবারের মতো বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেল ভ্রমণ সূচনার সাক্ষী হতে যাচ্ছে ২০২৫।
সদ্য যাত্রা শুরু করা আইসিইথ্রি মডেলের প্যারিস-বার্লিন হাই-স্পিড ট্রেনের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে নতুন বছরের শুরু থেকে হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা। ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতির এই ট্রেনটিতে ফ্রান্সের রাজধানী থেকে জার্মানির রাজধানী ভ্রমণে সময় লাগছে মাত্র ৮ ঘণ্টা। সর্বনিম্ন ভাড়া গুণতে হচ্ছে ৬০ ডলার। প্রতিটি ট্রেনে যাত্রী ধারণ সক্ষমতা ৪শ’র উপরে। চাহিদা থাকায় ২০২৬ সালে দুটি রাজধানীর মধ্যে দ্বিতীয় রুট যুক্ত করার পরিকল্পনা চলছে।
তবে, এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম হাই-স্পিড রেল নেটওয়ার্কে এগিয়ে চীন। উচ্চগতির রেল প্রযুক্তিতে আশ্চর্যজনকভাবে এগিয়েছে এশিয়ার এই দেশটি। সেখানে ইতোমধ্যেই ঘণ্টায় সাড়ে ৩শ’ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এরকম বেশ কয়েকটি ট্রেন চালু রয়েছে।
এরমধ্যে চলতি বছরই ঘণ্টায় সর্বোচ্চ ৪শ’৫০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এরকম ট্রেন চালু হতে যাচ্ছে চীন। যা বেইজিং-সাংহাইয়ের মধ্যে ভ্রমণের সময় চার থেকে আড়াই ঘণ্টা কমিয়ে আনবে।
বছরটি যে বিলাসবহুল ট্রেন ভ্রমণের জন্য একটি মাইলফলক বছর হতে যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ ২০২৫ সালের এপ্রিলে প্রথমবারেরমতো যাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত ইতালির নতুন সুপার-ডিলাক্স ট্রেন ওরিয়েন্ট এক্সপ্রেস। ট্রেনটির ডিজাইন ও সাজসজ্জায় রয়েছে ১৯৬০ এর দশকের ইতালীয় শিল্প ও স্থাপত্য এবং বিলাসিতার ছোঁয়া।
এদিকে বিলাসবহুল ট্রেন ভ্রমণের চাহিদা বাড়তে থাকায় ইউরোপে নিত্যনতুন রুটে চালু হচ্ছে বেশ কিছু ট্রেন। শীতকালীন ছুটির মৌসুমের কথা মাথায় রেখে বেলজিয়ামের ব্রাসেলস থেকে ইতালির ভেনিস রুটেও চালু হতে যাচ্ছে স্লিপার ট্রেন। ভ্রমণপিপাসুদের জন্য এ ট্রেনে থাকছে নানা সুযোগ সুবিধা।
২০২৫ সালের জুলাইয়ে যুক্তরাজ্যে চালু হতে যাচ্ছে ব্রিটানিক এক্সপ্লোরার নামে দেশের প্রথম বিলাসবহুল স্লিপার ট্রেন। পর্যটকদের ইংল্যান্ড ও ওয়েলসের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে নিয়ে যাবে ট্রেনটি। যেখানে থাকছে ১৮টি বিলাসবহুল কেবিন। ট্রেনের পরিবেশ এমন এক প্রশান্তির অনুভূতি সৃষ্টি করবে, যা যাত্রীদের একটি চলন্ত চিত্রকর্মের অভিজ্ঞতা দেবে বলে দাবি কর্তৃপক্ষের।
এদিকে ২০ বছর বন্ধ থাকার পর, যুক্তরাষ্ট্রের অ্যালাবামা এবং নিউ অরলিন্সের মধ্যে চলতি বছরই ট্রেন পরিষেবা ফের চালু হতে যাচ্ছে। ২০০৫ সালের আগস্টে হারিকেন ক্যাটরিনার আঘাতে উপকূলীয় রেল ট্র্যাকগুলো ধ্বংস হবার পর থেকে এ রুটে রেল চলাচল বন্ধ ছিলো।
এছাড়া নতুন বছরে আলোচনায় মরুর দেশ সৌদি আরবও। আগামী নভেম্বরেই ড্রিম অব দ্য ডেজার্ট নামক বিলাসবহুল ট্রেন চালুর মধ্য দিয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের রেলযাত্রায় পরিবর্তন আনতে যাচ্ছে দেশটি। ইতালির একটি প্রতিষ্ঠানের তৈরি ৪১-কেবিনের ট্রেনটি ছুটবে রাজধানী থেকে ১২ শ’ কিলোমিটার দূরের জর্ডান সীমান্ত লাগোয়া শহর আল কুরাইয়াত পর্যন্ত। পাহাড়ঘেরা মরুভূমির পথ অতিক্রমের রোমাঞ্চকর এক অভিজ্ঞতার সাক্ষী হবেন আরোহীরা।