আগামী পাঁচ দিনের মধ্যে দেশের উত্তরের অঞ্চলগুলোতে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ৭ থেকে ৮ জানুয়ারি সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগ পর্যন্ত আগামী ৩ দিন সারাদেশের শীতের প্রকোপ কিছুটা সহনীয় থাকবে।
শনিবার (৪ জানুয়ারি) ভোর ৬টায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আজ (শনিবার, ৪ জানুয়ারি) বিশেষ ব্রিফিংয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, ৯ জানুয়ারি থেকে পুরো মাস বাড়বে শীতের প্রকোপ। কোনো কোনো অঞ্চলে বইবে শৈত্যপ্রবাহ।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানায়, কিছুটা কুয়াশার কারণে সূর্যের আলো দৃশ্যমান হচ্ছে না। তবে গত দুই দিনের তুলনায় আজ ঢাকায় কুয়াশার পরিমাণ কম। সে অনুযায়ী দুপুর নাগাদ সূর্যের দেখা মিলতে পারে। তবে সেটি স্বল্প সময়ের জন্য। ঘন কুয়াশা ঢাকা এবং আশপাশের অঞ্চলগুলোতে কিছুটা কমতে শুরু করেছে। ফলে ঠান্ডার অনুভূতিও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্র সাধারণত ১-২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।
সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা এবং প্রধানত শুষ্ক থাকতে পারে। আর কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে এসব এলাকার দিনের তাপমাত্র সাধারণত ১-২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। একইসঙ্গে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, রাতের তাপমাত্রা ও দিনের তাপমাত্রা ১০ ডিগ্রির পার্থক্য হলে শৈত্যপ্রবাহ থাকলেও অনুভব কম হয়। যেসব এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, সেসব এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। সে হিসেবে গত কয়েক দিনের তুলনায় আজ শীতের প্রকোপ কম।
উত্তরাঞ্চলে আজ তাপমাত্রা সাড়ে ৯ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। গত কয়েক দিনের ঘন কুয়াশা ও শীতের প্রকোপ কাটিয়ে আজ সকালে রোদের দেখা পেয়েছে ঢাকাবাসীও।
এদিকে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
এছড়া সারা দেশে রাত তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।
সোমবার (৬ জানুয়ারি) সকাল ৯টার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।
এছাড়া আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।