ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রেজওয়ানার বঙ্গ সফর নিয়ে সিপিএম-বিজেপির বাকযুদ্ধ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবার নিউটাউনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর (Jyoti Basu) নামাঙ্কিত গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে (Rezwana Choudhury Bannya) আমন্ত্রণ জানিয়েছে সিপিএম।

আগামী ১৭ জানুয়ারি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যুদিন। ওই দিন নিউ টাউনে ‘জ্যোতি বসু সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’ সেন্টারের একাংশের উদ্বোধন করবে সিপিএম। সেদিনের বিশেষ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের নাগরিক তথা প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের অবসানের পর বাংলাদেশের দায়িত্ব নিয়েছে ড. মুহম্মদ ইউনূস (Muhammud Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ পরিস্থিতির আঁচ ছড়িয়েছে এপার বাংলাতেও। এরাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বাংলাদেশ ইস্যুতে আগাগোড়া সোচ্চার।

তবে এই আবহে বাংলাদেশের সংগীতশিল্পীকে এরাজ্যের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ ঘিরে বিতর্ক ছড়িয়েছে। রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলাদেশের নাগরিক। তিনি বিশ্বভারতীর ছাত্রী ছিলেন। তাঁকেই এবার জ্যোতি বসুর নামাঙ্কিত গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে সিপিএম। সিপিএমের তরফে আমন্ত্রণ জানানোর কথা স্বীকার করে নিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলেন, “আমি আমন্ত্রণ পেয়েছি। তবে যাওয়ার ব্যাপারে এখনও কনফার্ম করিনি। ওই দিন অন্য কোনও কাজ না পড়ে গেলে আমি যাব।” বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়েছিল। তবে সেই সব প্রশ্নের উত্তর দিতে চাননি প্রখ্যাত এই শিল্পী।

তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আবহে সে দেশেরই সংগীত শিল্পীকে এদেশে আমন্ত্রণ জানানোয় সিপিএমকে দুষেছে বিজেপি। গেরুয়া দলের নেতা দিলীপ ঘোষ এই বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, “বাংলাদেশের নাগরিকরা ভারতের বিরোধিতা করছে, গালাগালি করছে। ওখান থেকেই শিল্পীদের আনতে হচ্ছে কেন? এখানে কি কোনও শিল্পী নেই? জানি না কমিউনিস্টদের বুদ্ধি কবে সোজা হবে।”

নিউজটি শেয়ার করুন

রেজওয়ানার বঙ্গ সফর নিয়ে সিপিএম-বিজেপির বাকযুদ্ধ

আপডেট সময় : ১১:৩৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

এবার নিউটাউনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর (Jyoti Basu) নামাঙ্কিত গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে (Rezwana Choudhury Bannya) আমন্ত্রণ জানিয়েছে সিপিএম।

আগামী ১৭ জানুয়ারি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যুদিন। ওই দিন নিউ টাউনে ‘জ্যোতি বসু সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’ সেন্টারের একাংশের উদ্বোধন করবে সিপিএম। সেদিনের বিশেষ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের নাগরিক তথা প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের অবসানের পর বাংলাদেশের দায়িত্ব নিয়েছে ড. মুহম্মদ ইউনূস (Muhammud Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ পরিস্থিতির আঁচ ছড়িয়েছে এপার বাংলাতেও। এরাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বাংলাদেশ ইস্যুতে আগাগোড়া সোচ্চার।

তবে এই আবহে বাংলাদেশের সংগীতশিল্পীকে এরাজ্যের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ ঘিরে বিতর্ক ছড়িয়েছে। রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলাদেশের নাগরিক। তিনি বিশ্বভারতীর ছাত্রী ছিলেন। তাঁকেই এবার জ্যোতি বসুর নামাঙ্কিত গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে সিপিএম। সিপিএমের তরফে আমন্ত্রণ জানানোর কথা স্বীকার করে নিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলেন, “আমি আমন্ত্রণ পেয়েছি। তবে যাওয়ার ব্যাপারে এখনও কনফার্ম করিনি। ওই দিন অন্য কোনও কাজ না পড়ে গেলে আমি যাব।” বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়েছিল। তবে সেই সব প্রশ্নের উত্তর দিতে চাননি প্রখ্যাত এই শিল্পী।

তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আবহে সে দেশেরই সংগীত শিল্পীকে এদেশে আমন্ত্রণ জানানোয় সিপিএমকে দুষেছে বিজেপি। গেরুয়া দলের নেতা দিলীপ ঘোষ এই বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, “বাংলাদেশের নাগরিকরা ভারতের বিরোধিতা করছে, গালাগালি করছে। ওখান থেকেই শিল্পীদের আনতে হচ্ছে কেন? এখানে কি কোনও শিল্পী নেই? জানি না কমিউনিস্টদের বুদ্ধি কবে সোজা হবে।”