হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ১১:১৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চেয়ে পাঠানো কূটনৈতিক নোটের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি ভারত। শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তৌহিদ হোসেন বলেন, “ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাইনি।”
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর পূর্বাচলে বেলাব থানা সমিতি আয়োজিত এক বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অন্যদিকে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান, “এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের একটি বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম। তবে প্রাপ্তিস্বীকারের বাইরে এ বিষয়ে নতুন কিছু বলার নেই।”
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের শীর্ষ ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ সরকারের করা দাবি বিধিসম্মত নয় এবং চুক্তির শর্ত অনুযায়ী এ ধরনের দাবি গ্রহণের সুযোগ কম। তবে এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ওই দিনই তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।
শেখ হাসিনার বিরুদ্ধে এ সময়ে একাধিক হত্যা মামলা এবং গণহত্যার মামলা দায়ের হয়েছে। বিচারের প্রক্রিয়া এগিয়ে নিতে গত ২৩ ডিসেম্বর দিল্লিকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক নোট পাঠায় ঢাকা। তবে এই নোট পাঠানোর পর থেকে ভারতের পক্ষ থেকে কোনো স্পষ্ট অবস্থান জানানো হয়নি।