ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এক দশক পর অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / ৩৩৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফর্মহীনতায় সিডনি টেস্টে ছিলেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তাই দলকে নেতৃত্ব দিতে হয়েছিল যশপ্রীত বুমরাকে। কিন্তু ম্যাচটি শুরুর আগে গ্লেন ম্যাকগ্রা বলেছিলেন, মরা না থাকলে এই সিরিজ কিছুটা হলেও একপক্ষীয় হয়ে যেত। ইনজুরির কারণে পুরো ম্যাচটাই খেলা হলো না ভারতের ভারপ্রাপ্ত অধিনায়কের। তাই ম্যাচটাও হলো একপক্ষীয়।

সিডনি টেস্টের তৃতীয় সফরকারী ভারতকে বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে দশ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে অজিরা। স্কট বোল্যান্ডের তাণ্ডবে মাত্র ১৬১ রানে অলআউট হওয়া ভারতকে ৬ উইকেট হাতে রেখেই পরাজয়ের তিক্ত স্বাদ দেয় স্বাগতিকরা। এই জয়ে ৩-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া।

ম্যাচের চতুর্থ ইনিংসে ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকেও বড় চ্যালেঞ্জে ফেলতে পারল না ভারত। রান তাড়ায় শুরুতে কিছুটা হোঁচট খেলেও শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে সহজেই গন্তব্যে পৌঁছেছে অস্ট্রেলিয়া।

৬ উইকেটে সিডনি টেস্ট জিতে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফিও জিতল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে প্যাট কামিন্সের দল জায়গা করে নিয়েছে জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। টানা চারটি বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতা ভারত এ দফায় ৩-১ ব্যবধানে সিরিজ হারার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে গেছে।

রান তাড়ায় নামা অস্ট্রেলিয়া ৫৮ রান তুলতেই হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। স্যাম কনস্টাস, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ-তিনজনকেই তুলে নেন এক বছর পর টেস্ট খেলতে নামা প্রসিধ কৃষ্ণা।

জয়ের জন্য অস্ট্রেলিয়ার তখনো ১০৪ রান বাকি বলে ভারতের সম্ভাবনাও ছিল যথেষ্টই। কিন্তু বুমরা না থাকায় উসমান খাজা, হেডদের জন্য লড়াইটা কিছুটা হলেও কম কঠিন ছিল। এবারের বোর্ডার–গাভাস্কার ট্রফিতে প্রতি ম্যাচেই অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপকে সবচেয়ে বড় পরীক্ষায় ফেলেছেন বুমরা। গতকাল খেলার মাঝে মাঠ ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত একাই তুলেছিলেন ৩২ উইকেট, যখন ভারতের আর কারও ২০ উইকেটও ছিল না।

নিউজটি শেয়ার করুন

এক দশক পর অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়

আপডেট সময় : ১২:৩৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

ফর্মহীনতায় সিডনি টেস্টে ছিলেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তাই দলকে নেতৃত্ব দিতে হয়েছিল যশপ্রীত বুমরাকে। কিন্তু ম্যাচটি শুরুর আগে গ্লেন ম্যাকগ্রা বলেছিলেন, মরা না থাকলে এই সিরিজ কিছুটা হলেও একপক্ষীয় হয়ে যেত। ইনজুরির কারণে পুরো ম্যাচটাই খেলা হলো না ভারতের ভারপ্রাপ্ত অধিনায়কের। তাই ম্যাচটাও হলো একপক্ষীয়।

সিডনি টেস্টের তৃতীয় সফরকারী ভারতকে বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে দশ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে অজিরা। স্কট বোল্যান্ডের তাণ্ডবে মাত্র ১৬১ রানে অলআউট হওয়া ভারতকে ৬ উইকেট হাতে রেখেই পরাজয়ের তিক্ত স্বাদ দেয় স্বাগতিকরা। এই জয়ে ৩-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া।

ম্যাচের চতুর্থ ইনিংসে ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকেও বড় চ্যালেঞ্জে ফেলতে পারল না ভারত। রান তাড়ায় শুরুতে কিছুটা হোঁচট খেলেও শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে সহজেই গন্তব্যে পৌঁছেছে অস্ট্রেলিয়া।

৬ উইকেটে সিডনি টেস্ট জিতে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফিও জিতল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে প্যাট কামিন্সের দল জায়গা করে নিয়েছে জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। টানা চারটি বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতা ভারত এ দফায় ৩-১ ব্যবধানে সিরিজ হারার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে গেছে।

রান তাড়ায় নামা অস্ট্রেলিয়া ৫৮ রান তুলতেই হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। স্যাম কনস্টাস, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ-তিনজনকেই তুলে নেন এক বছর পর টেস্ট খেলতে নামা প্রসিধ কৃষ্ণা।

জয়ের জন্য অস্ট্রেলিয়ার তখনো ১০৪ রান বাকি বলে ভারতের সম্ভাবনাও ছিল যথেষ্টই। কিন্তু বুমরা না থাকায় উসমান খাজা, হেডদের জন্য লড়াইটা কিছুটা হলেও কম কঠিন ছিল। এবারের বোর্ডার–গাভাস্কার ট্রফিতে প্রতি ম্যাচেই অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপকে সবচেয়ে বড় পরীক্ষায় ফেলেছেন বুমরা। গতকাল খেলার মাঝে মাঠ ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত একাই তুলেছিলেন ৩২ উইকেট, যখন ভারতের আর কারও ২০ উইকেটও ছিল না।