ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজাজুড়ে একদিনে ৭০ জনকে হত্যা করল ইসরায়েল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজাজুড়ে হামলা জোরদার করেছে ইসরায়েল। গতকাল শনিবার একদিনে অন্তত ৩০টি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশ শিশু। স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় গাজায় এনিয়ে নিহতের সংখ্যা সাড়ে ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। আহত ১ লাখের বেশি। সংঘাতের কারণে উপত্যকার ২৩ লাখ মানুষের অধিকাংশ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে।

এদিকে আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও ইসরায়েলকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সবশেষ হোয়াইট হাউস ছাড়ার আগে ইসরায়েলকে ৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসব সামরিক সহায়তার মধ্যে কামান, গোলাবারুদ, অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার থাকবে বলে জানা গেছে।

নতুন এই সহায়তা প্যাকেজটি এক বছর বা তারও বেশি সময় ধরে ইসরায়েলের কাছে সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। তবে বাইডেন প্রশাসন চেষ্টা করবে, প্রেসিডেন্ট হোয়াইট হাউস ছাড়ার আগেই বেশিরভাগ সরবরাহ সম্পন্ন করার।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় নির্বিচার বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি বাহিনীর টানা হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ৪৫ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি। আর আহত হয়েছে ১ লাখ ৯ হাজার প্রায়। ইসরায়েলি বাহিনীর হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

গাজাজুড়ে একদিনে ৭০ জনকে হত্যা করল ইসরায়েল

আপডেট সময় : ০১:১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

ফিলিস্তিনের গাজাজুড়ে হামলা জোরদার করেছে ইসরায়েল। গতকাল শনিবার একদিনে অন্তত ৩০টি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশ শিশু। স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় গাজায় এনিয়ে নিহতের সংখ্যা সাড়ে ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। আহত ১ লাখের বেশি। সংঘাতের কারণে উপত্যকার ২৩ লাখ মানুষের অধিকাংশ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে।

এদিকে আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও ইসরায়েলকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সবশেষ হোয়াইট হাউস ছাড়ার আগে ইসরায়েলকে ৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসব সামরিক সহায়তার মধ্যে কামান, গোলাবারুদ, অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার থাকবে বলে জানা গেছে।

নতুন এই সহায়তা প্যাকেজটি এক বছর বা তারও বেশি সময় ধরে ইসরায়েলের কাছে সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। তবে বাইডেন প্রশাসন চেষ্টা করবে, প্রেসিডেন্ট হোয়াইট হাউস ছাড়ার আগেই বেশিরভাগ সরবরাহ সম্পন্ন করার।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় নির্বিচার বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি বাহিনীর টানা হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ৪৫ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি। আর আহত হয়েছে ১ লাখ ৯ হাজার প্রায়। ইসরায়েলি বাহিনীর হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।