টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ. আফ্রিকা-অস্ট্রেলিয়া
- আপডেট সময় : ১২:৫১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে
টানা তৃতীয়বাররে মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা হলো না ভারতের। সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে স্বপ্ন ভাঙল কোহলি-বুমরাহ-পন্তদের। বিপরিতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
শিরোপা ধরে রাখার মিশনে ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আগামী ১১ জুন লর্ডসে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।
সিডনি টেস্টে জয়ের মধ্য দিয়ে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতলো অস্ট্রেলিয়া। একই ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে প্যাট কামিন্সের দল।
সিডনি টেস্টের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে গিয়েছিল ভারতীয় দলের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৭ রানে গুটিয়ে যাওয়ার পর। তৃতীয় দিনের সকালে ৬ উইকেটে ১৪১ রান নিয়ে ব্যাটিং শুরু করা ভারত প্রথম ঘণ্টাতেই বাকি ৪ উইকেট হারিয়ে ফেলে। তারা মাত্র ৭.৫ ওভারে স্কোরবোর্ডে যোগ করে আরও ১৬ রান। ফলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৬২ রান।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার স্যাম কনস্টাস ও উসমান খাজা। মাত্র ২ ওভারে তারা স্কোরবোর্ডে যোগ করেন ২৬ রান। ইনিংসের ৩.৫ ওভারে ৩৯ রানের মাথায় প্রসিদ্ধ কৃষ্ণার বলে ২২ রান করা কনস্টাস আউট হন।
অস্ট্রেলিয়া ৬.২ ওভারে ৫০ রান পেরিয়ে যায়, তবে এরপর দ্রুত আরও দুটি উইকেট হারায়। প্রসিদ্ধ কৃষ্ণা একে একে তুলে নেন মার্নাশ লাবুশেন (৬) ও স্টিভেন স্মিথের (৪) উইকেট। তবে পথ হারায়নি অস্ট্রেলিয়া। উসমান খাজা (৪৫ বলে ৪১) ও ট্রাভিস হেডের দায়িত্বশীল ব্যাটিং দলকে এগিয়ে নিয়ে যায়। ১০৪ রানের মাথায় খাজা আউট হলেও হেড এবং বাউ ওয়েবস্টারের অপরাজিত জুটিতে ম্যাচ সহজেই জিতে নেয় স্বাগতিকরা। তারা ৫৩ বলে ৫৮ রান যোগ করেন। শেষ পর্যন্ত হেড ৩৮ বলে ৩৪ এবং ওয়েবস্টার ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।