জাতীয় শহীদ মিনারে সমাবেশে যোগ দিতে গিয়ে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের ধরতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এ আল্টিমেটাম দেন।
তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেপ্তার করা না হয়, তবে আমাদের নেতাকর্মীরাই তাদের ধরে এনে ব্যবস্থা নেবে। হামলার নেপথ্যে সারজিসের নাম আসছে। তবে আমরা এটি বিশ্বাস করিনা। হামলাকারীরা আজ সংবাদ সম্মেলন করেছে। সেটার নোটিশ আবার সাংবাদিকদের দিয়েছে সারজিস। আশা করি এ বিষয়ে সে তার অবস্থান ক্লিয়ার করবে। এ হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্রও থাকতে পারে বলে জানান তিনি।
জাতীয় বিপ্লবী পরিষদের প্রোগ্রামে কিভাবে ছুরি আনা হলো? জুলাই গণঅভ্যুত্থানের পর অনেক ভুঁইফোড় সংগঠন গঠন করা হচ্ছে, সংবাদ প্রচারের ক্ষেত্রে সংবাদ মাধ্যমকে আরও সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, ছাত্রলীগের স্পাই হিসেবে আন্দোলনে এসে ১০-১২ দিন মিডিয়ার সামনে কথা বলে কেউ কেউ আজকে বড় নেতা হয়ে গেছে। আমরা গত ৭ বছর যাবত লড়াই সংগ্রাম করে আজকে এ পর্যন্ত এসেছি। আমরা কেউ উপদেষ্টা হতে চাইনি, আমরা বলেছি এই সরকারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, যতদিন সময় লাগে সংস্কারের জন্য এই সরকার সেইসময় নেক।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, হাসান আল মামুন, মাহবুব জনি,যুগ্ম সাধারণ সম্পাদক ঈসমাইল বন্ধন, সহ আইন সম্পাদক হাবিবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন, উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ঢাবি শাখার সভাপতি সানাউল্লাহ, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বারের আহ্বায়ক অ্যাডভোকেট মোমিনুল প্রমুখ।