ঢাকা ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিরিয়ার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৪০০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৬:১০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / ৩৮৯ বার পড়া হয়েছে

সিরিয়ার ব্যাংকে নোটের বস্তা নিয়ে বসে আছেন গ্রাহকরা।

৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার সরকারি চাকরিজীবীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানো হবে বলে জানিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। গতকাল রোববার সিরিয়ার অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ এ তথ্য জানান। এই বেতন বৃদ্ধির জন্য সরকারের প্রায় ১২৭ মিলিয়ন ডলার (১.৬৫ সিরিয়ান পাউন্ড) খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিরিয়া সরকার জানায়, দক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক পুনর্গঠন সম্পন্ন করার পর এই বেতন বাড়ানো হবে বলে জানানো হয়।

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ রয়টার্সকে বলেন, ‘দেশের অর্থনৈতিক বাস্তবতার জরুরি সমাধানের দিকে প্রথম পদক্ষেপ এটি।’ তিনি জানিয়েছেন, সরকারি কর্মচারীদের গত মাসের বেতন এই সপ্তাহে দেওয়া হবে।

সিরিয়ার রাষ্ট্রীয় কোষাগার যুদ্ধের ফলে তারল্য চ্যালেঞ্জের মুখোমুখি। কেন্দ্রীয় ব্যাংকে উপলব্ধ বেশিরভাগ অর্থই সিরিয়ার মুদ্রা, তবে এর মূল্য অনেক কমে গেছে।

সিরিয়া সরকার বিদেশে জব্দ সম্পদের ৪০ কোটি ডলার ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী। সিরিয়ার অর্থ মন্ত্রণালয় জানায়, আরব দেশগুলোও তাদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

সিরিয়ার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৪০০ শতাংশ

আপডেট সময় : ০১:০৬:১০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

সিরিয়ার সরকারি চাকরিজীবীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানো হবে বলে জানিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। গতকাল রোববার সিরিয়ার অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ এ তথ্য জানান। এই বেতন বৃদ্ধির জন্য সরকারের প্রায় ১২৭ মিলিয়ন ডলার (১.৬৫ সিরিয়ান পাউন্ড) খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিরিয়া সরকার জানায়, দক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক পুনর্গঠন সম্পন্ন করার পর এই বেতন বাড়ানো হবে বলে জানানো হয়।

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ রয়টার্সকে বলেন, ‘দেশের অর্থনৈতিক বাস্তবতার জরুরি সমাধানের দিকে প্রথম পদক্ষেপ এটি।’ তিনি জানিয়েছেন, সরকারি কর্মচারীদের গত মাসের বেতন এই সপ্তাহে দেওয়া হবে।

সিরিয়ার রাষ্ট্রীয় কোষাগার যুদ্ধের ফলে তারল্য চ্যালেঞ্জের মুখোমুখি। কেন্দ্রীয় ব্যাংকে উপলব্ধ বেশিরভাগ অর্থই সিরিয়ার মুদ্রা, তবে এর মূল্য অনেক কমে গেছে।

সিরিয়া সরকার বিদেশে জব্দ সম্পদের ৪০ কোটি ডলার ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী। সিরিয়ার অর্থ মন্ত্রণালয় জানায়, আরব দেশগুলোও তাদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে।