ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ডিসেম্বরে দেশের মূল্যস্ফীতি কমেছে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫২:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / ৩৫২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে লাফিয়ে বাড়তে থাকা মূল্যস্ফীতি কিছুটা কমেছে। সদ্যবিদায়ী ডিসেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ৪৯ শতাংশ। আর খাদ্য মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ৮৮ শতাংশ।

সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএসের সবশেষ তথ্য বলছে, ডিসেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ১০ দশমিক ৮৯ শতাংশ হয়েছে, গত নভেম্বর মাসে যেটি ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ।

গত বছরজুড়ে ভোক্তার নাভিশ্বাস ওঠা খাদ্য মূল্যস্ফীতিও বছরের শেষ মাসে এসেছে কিছুটা কমেছে। ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৯২ শতাংশ। নভেম্বর মাসে যেটি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ।

এদিকে নভেম্বর মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৯ শতাংশ থাকলেও ডিসেম্বর মাসে সেটি কমে ৯ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে।

এছাড়া ডিসেম্বর মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ০৯ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১২ দশমিক ৬৩ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৫ শতাংশ।

আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৪ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১৩ দশমিক ৫৬ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বরে দেশের মূল্যস্ফীতি কমেছে

আপডেট সময় : ১২:৫২:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

দেশে লাফিয়ে বাড়তে থাকা মূল্যস্ফীতি কিছুটা কমেছে। সদ্যবিদায়ী ডিসেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ৪৯ শতাংশ। আর খাদ্য মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ৮৮ শতাংশ।

সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএসের সবশেষ তথ্য বলছে, ডিসেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ১০ দশমিক ৮৯ শতাংশ হয়েছে, গত নভেম্বর মাসে যেটি ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ।

গত বছরজুড়ে ভোক্তার নাভিশ্বাস ওঠা খাদ্য মূল্যস্ফীতিও বছরের শেষ মাসে এসেছে কিছুটা কমেছে। ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৯২ শতাংশ। নভেম্বর মাসে যেটি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ।

এদিকে নভেম্বর মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৯ শতাংশ থাকলেও ডিসেম্বর মাসে সেটি কমে ৯ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে।

এছাড়া ডিসেম্বর মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ০৯ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১২ দশমিক ৬৩ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৫ শতাংশ।

আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৪ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১৩ দশমিক ৫৬ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৭ শতাংশ।