জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষ্যে রোগী কল্যাণ সমিতি, আজ সোমবার (৬ জানুয়ারী) সকাল ১১ টায় ঢাকা কমিউনিটি হাসপাতালে অসহায় রোগীদের মাঝে কম্বল বিতারন করেন। এদিন ঢাকা কমিউনিটি হাসপাতালের সমাজ সেবা কায্যলয়ের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে ১০০ টি কম্বল দেওয়া হয় ।
কম্বল বিতারন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: ওমর শরীফ ইবনে হাসান, হাসপাতাল সমাজ সেবা কায্যলয়ের মো: আবু তাহের সরকার, ঢাকা কমিউনিটি হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মো: আশিকুর রহমান স্বাধীন, ঢাকা কমিউনিটি হাসপাতালের এডমিন অফিসার মো: মশিউর রহমান চয়ন, ঢাকা কমিউনিটি হাসপাতালের জুনিয়র এডমিন অফিসার মো: তুষার হোসেন, হাসপাতাল সমাজ সেবা কায্যলয়ে প্রশিক্ষক মো: মোজাম্মেল হোসেন, শির্ক্ষাথী ফারহানা হক রুচি, জান্নাতুল ফেরদৌস ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।