ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বলিউডের চিরদুঃখী মা, বাস্তবেও ছিলেন জনম দুখিনী!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৭:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / ৩৪২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডে এমন অনেক অভিনেত্রী ছিলেন যিনি নায়ক বা নায়িকার মায়ের ভূমিকায় অভিনয় করে বিখ্যাত হয়েছিলেন। রীমা লাগু থেকে শুরু করে অঞ্জনা মুমতাজ, রাখি গুলজার, কিরণ খের, ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেত্রী রয়েছেন, যাঁদের পর্দায় মায়ের মমতা ফুটিয়ে সকলের চোখে জল এনে দিয়েছেন। এই সেই অভিনেত্রীদের মধ্যে যিনি সবথেকে এগিয়ে থাকবেন তিনি নিরূপা রায়।চলচ্চিত্রে তিনি যত দুঃখের চরিত্রে অভিনয় করেছেন, বাস্তব জীবনেও তার জীবন একই রকম ছিল।

নিরূপা রায়কে বলিউডের সবচেয়ে ‘দুঃখী’ মা বললে ভুল হবে না। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শশী কাপুর, বহু সুপারস্টারের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তিনি নিরূপা রায় নামে বলিউডে বিখ্যাত হয়েছিলেন, কিন্তু আপনি তাঁর আসল নাম জানেন না। ১৫ বছর বয়সে নিরূপা রায় বিয়ে করেন এবং তাঁর চলচ্চিত্র জীবনও শুরু হয় বিয়ের পর।

নিরূপা রায় গুজরাটের ভালসাদে একটি গুজরাটি পরিবারে জন্মগ্রহণ করেন। আজ নিরূপা রায়ের ৯৩তম জন্মবার্ষিকী। তাঁর বাবা ছিলেন রেলওয়ের কর্মচারী। নিরূপা রায়ের আসল নাম কান্তা চৌহান। তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন এবং কান্তা চৌহান থেকে তাঁর নাম পরিবর্তন করে নিরূপা রায় হন।

নিরুপার স্বামী কমল রায় রেশন ইন্সপেক্টর হিসেবে কাজ করতেন। কমল নিরূপা রায়কে সিনেমায় কাজ করতে অনুপ্রাণিত করেন। কিন্তু যখন নিরূপা রায়ের বাবা জানতে পারলেন যে তাঁর মেয়ে সিনেমায় কাজ শুরু করেছে, তখন তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। সাক্ষাতকারে নিরূপা রায় বলেছিলেন যে তাঁর বাবা তাকে বলেছিলেন যে তিনি সম্পর্ক শেষ করবেন। এরপর তিনি আর তাঁর সঙ্গে কথা বলেননি৷

তিনি তাঁর কর্মজীবনে অভূতপূর্ব সাফল্য দেখেছেন। তবে তিনি এই সাফল্য পেয়েছেন প্রধান চরিত্রে নয়, মায়ের ভূমিকায়। তিনি হিন্দি সিনেমার সেইসব অভিনেত্রীদের একজন, যাঁর মুখ দর্শকদের চোখের সামনে ভেসে ওঠে এক বেদনাদায়ক মায়ের। অমিতাভ বচ্চন, শশী কাপুর সহ বড় পর্দায় অনেক বড় তারকার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন নিরূপা রায়। নিরূপা রায় তাঁর চলচ্চিত্র জীবনে ২০০টিরও বেশি ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন, যা একটি রেকর্ড।

বাস্তব জীবনেও নিরূপা রায়ের সন্তানরা বিশেষ কিছু হয়ে ওঠেনি। কয়েক বছর আগে, নিরূপা রায়ের ছেলেদের একটি ভিডিও প্রকাশিত হয়েছিল, যাতে তাঁদের একে অপরের সঙ্গে মারামারি করতে দেখা যায়। আসলে তাঁর ছোট ছেলের বিয়ে হওয়ার পরপরই তাঁর স্ত্রী নিরুপার ওপর নির্যাতন শুরু করে। ছোট মেয়ের জামাই তাঁর শাশুড়ি ও শ্বশুর নিরূপা রায় ও কমল রায়কে যৌতুকের জন্য হয়রানির অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা করেন।

নিরূপা রায় ২০০৪ সালে মারা যান৷ তাঁর প্রয়াণের পর সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলো অমীমাংসিত থেকে যায়। ২০১৮ সালে, নেপিয়ান সি রোডের বাড়ি নিয়ে তাঁর দুই ছেলের মধ্যে বিরোধ হয়। ছেলে কিরণ ও যোগেশের মধ্যে ঝগড়া এতটাই বেড়ে যায় যে তা মারামারিতে রূপ নেয় এবং পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

সিনেমার দুঃখী মা, যেন বাস্তবে চিরদুঃখ নিয়ে জগৎ থেকে বিদায় নেন৷ রিল ও রিয়েলে তাঁর চোখে জল পড়েছে৷

নিউজটি শেয়ার করুন

বলিউডের চিরদুঃখী মা, বাস্তবেও ছিলেন জনম দুখিনী!

আপডেট সময় : ১২:০৭:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

বলিউডে এমন অনেক অভিনেত্রী ছিলেন যিনি নায়ক বা নায়িকার মায়ের ভূমিকায় অভিনয় করে বিখ্যাত হয়েছিলেন। রীমা লাগু থেকে শুরু করে অঞ্জনা মুমতাজ, রাখি গুলজার, কিরণ খের, ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেত্রী রয়েছেন, যাঁদের পর্দায় মায়ের মমতা ফুটিয়ে সকলের চোখে জল এনে দিয়েছেন। এই সেই অভিনেত্রীদের মধ্যে যিনি সবথেকে এগিয়ে থাকবেন তিনি নিরূপা রায়।চলচ্চিত্রে তিনি যত দুঃখের চরিত্রে অভিনয় করেছেন, বাস্তব জীবনেও তার জীবন একই রকম ছিল।

নিরূপা রায়কে বলিউডের সবচেয়ে ‘দুঃখী’ মা বললে ভুল হবে না। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শশী কাপুর, বহু সুপারস্টারের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তিনি নিরূপা রায় নামে বলিউডে বিখ্যাত হয়েছিলেন, কিন্তু আপনি তাঁর আসল নাম জানেন না। ১৫ বছর বয়সে নিরূপা রায় বিয়ে করেন এবং তাঁর চলচ্চিত্র জীবনও শুরু হয় বিয়ের পর।

নিরূপা রায় গুজরাটের ভালসাদে একটি গুজরাটি পরিবারে জন্মগ্রহণ করেন। আজ নিরূপা রায়ের ৯৩তম জন্মবার্ষিকী। তাঁর বাবা ছিলেন রেলওয়ের কর্মচারী। নিরূপা রায়ের আসল নাম কান্তা চৌহান। তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন এবং কান্তা চৌহান থেকে তাঁর নাম পরিবর্তন করে নিরূপা রায় হন।

নিরুপার স্বামী কমল রায় রেশন ইন্সপেক্টর হিসেবে কাজ করতেন। কমল নিরূপা রায়কে সিনেমায় কাজ করতে অনুপ্রাণিত করেন। কিন্তু যখন নিরূপা রায়ের বাবা জানতে পারলেন যে তাঁর মেয়ে সিনেমায় কাজ শুরু করেছে, তখন তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। সাক্ষাতকারে নিরূপা রায় বলেছিলেন যে তাঁর বাবা তাকে বলেছিলেন যে তিনি সম্পর্ক শেষ করবেন। এরপর তিনি আর তাঁর সঙ্গে কথা বলেননি৷

তিনি তাঁর কর্মজীবনে অভূতপূর্ব সাফল্য দেখেছেন। তবে তিনি এই সাফল্য পেয়েছেন প্রধান চরিত্রে নয়, মায়ের ভূমিকায়। তিনি হিন্দি সিনেমার সেইসব অভিনেত্রীদের একজন, যাঁর মুখ দর্শকদের চোখের সামনে ভেসে ওঠে এক বেদনাদায়ক মায়ের। অমিতাভ বচ্চন, শশী কাপুর সহ বড় পর্দায় অনেক বড় তারকার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন নিরূপা রায়। নিরূপা রায় তাঁর চলচ্চিত্র জীবনে ২০০টিরও বেশি ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন, যা একটি রেকর্ড।

বাস্তব জীবনেও নিরূপা রায়ের সন্তানরা বিশেষ কিছু হয়ে ওঠেনি। কয়েক বছর আগে, নিরূপা রায়ের ছেলেদের একটি ভিডিও প্রকাশিত হয়েছিল, যাতে তাঁদের একে অপরের সঙ্গে মারামারি করতে দেখা যায়। আসলে তাঁর ছোট ছেলের বিয়ে হওয়ার পরপরই তাঁর স্ত্রী নিরুপার ওপর নির্যাতন শুরু করে। ছোট মেয়ের জামাই তাঁর শাশুড়ি ও শ্বশুর নিরূপা রায় ও কমল রায়কে যৌতুকের জন্য হয়রানির অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা করেন।

নিরূপা রায় ২০০৪ সালে মারা যান৷ তাঁর প্রয়াণের পর সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলো অমীমাংসিত থেকে যায়। ২০১৮ সালে, নেপিয়ান সি রোডের বাড়ি নিয়ে তাঁর দুই ছেলের মধ্যে বিরোধ হয়। ছেলে কিরণ ও যোগেশের মধ্যে ঝগড়া এতটাই বেড়ে যায় যে তা মারামারিতে রূপ নেয় এবং পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

সিনেমার দুঃখী মা, যেন বাস্তবে চিরদুঃখ নিয়ে জগৎ থেকে বিদায় নেন৷ রিল ও রিয়েলে তাঁর চোখে জল পড়েছে৷