রণবীরের সঙ্গে নগ্ন দৃশ্য, ‘আকর্ষণীয় মনে হয়েছিল : তৃপ্তি
- আপডেট সময় : ১২:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- / ৩৪০ বার পড়া হয়েছে
সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ কেরিয়ারের মোড় ঘুড়িয়ে দিয়েছিল তৃপ্তি দিমরির। রাতারাতি তিনি হয়ে উঠেছিলেন ন্যাশেনাল ক্রাশ ‘ভাবি ২’। অভিনেত্রী তাঁর অনবদ্য অভিনয় দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তবে জড়িয়ে পড়েছিলেন বিতর্কেও। অনেকের চোখে রণবীর কাপুরের এই ছবি ‘নারীবিরোধী’। কিন্তু তৃপ্তি মতে তা একেবারেই নয়। এবার এই প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে মুখ খুললেন নায়িকা।
২০২৩ সালের মুক্তি পায় ‘অ্যানিম্যাল’। বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছিল ছবিটি। তবে সাফল্যের সঙ্গে এই ছবির ভাগ্যে জুটেছিল প্রচুর সমালোচনাও। অনেকের মতেই ‘অ্যানিম্যাল’ উগ্র পৌরুষের আস্বাফল। কিন্তু তৃপ্তির চোখে ছবিটা ঠিক কেমন?ফিল্মফেয়ারকে দেওয়া এক নতুন সাক্ষাৎকারে তৃপ্তি সেই বিষয়েই কথা বলেছেন। ভাগ করে নিয়েছেন যে কেন তিনি এই চরিত্রটিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন। পাশাপাশি অভিনেত্রী এও জানান যে তাঁর চোখে ‘অ্যানিম্যাল’ কখনই ‘নারীবিরোধী’ ছবি নয়।
সাক্ষাৎকার তৃপ্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, কেন তিনি ‘নারীবিরোধী’ ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরে নায়িকা বলেন, ‘আমি এটাকে নারীবিরোধী ছবি হিসাবে দেখিনি। আমি সিনেমাকে এ ধরনের ট্যাগ দিতে পছন্দও করি না। ‘বুলবুল’, ‘কালা’ করার সময়ও কখনও ভাবিনি আমি কোনও নারীবাদী ছবি করছি। আমি চরিত্রগুলির সঙ্গে কানেক্ট করতে পারছিলাম। পরিচালকদের প্রতি বিশ্বাস ছিল এবং অনুভব করেছি যে আমি এটা করতে পারব। এমনকি যখন আমাকে ‘অ্যানিম্যাল’ অফার করা হয়েছিল, আমি সন্দীপ (সন্দীপ রেড্ডি ভাঙ্গা) স্যারের সঙ্গে দেখাও করেছিলাম। তিনি আমাকে পুরো বিষয়টা, ওঁর দৃষ্টিভঙ্গিটা বুঝিয়ে বলেছিলেন। তবে তিনি আমাকে গল্প সম্পর্কে বেশি কিছু বলেননি, কেবল আমার চরিত্রটার বিষয়ে বলেছিলেন। সবটা শুনে আমি খুব উত্তেজনা অনুভব করেছিলাম। তাই আমি কেবল ভালো ও সুন্দর ব্যক্তির চরিত্রে অভিনয় করেছি বলেই মনে করি, যে শেষে সবার সহানুভূতিও পায়।’
তিনি আরও বলেন, ‘সন্দীপ স্যার খুব আকর্ষণীয় কিছু বলেছিলেন। তিনি জানান যে, তিনি আমার চোখে দয়া কিন্তু ভিতরে একটা লক্ষ্যপূরণের ভাব দেখতে চেয়েছিলেন, এই চরিত্রের মাধ্যমে। আর আমি সেটাই ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। এখন দর্শকরা সেটাকে কীভাবে নেবেন, সেটা দেখা আমার কাজ না। আমার কাছে এটা চ্যালেঞ্জিং এবং আকর্ষণীয় বলে মনে হয়েছিল, তাই করেছি। এখন সবাই বড় ছবি করতে চায়। সেই সময় পর্যন্ত আমি এমন একজন অভিনেতা ছিলাম যে ‘বুলবুল’, ‘কালা’ করেছে। আর আমার কাছে ওই ধরনের ছবিই অফার আসছিল। আমি ওই জাতীয় ছবি করতেও পছন্দ করি। তবে ওই সময় বড় সিনেমা পাওয়াটা আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল। হতে পারে, আমি নতুন কিছু শিখতে পারব এবং কীভাবে বড় ছবি তৈরি হয় তাও দেখতে পাব।’
কাজের সূত্রে, তৃপ্তিকে ২০২৪ সালে একাধিক ছবিতে অভিনয় করতে গিয়েছিলেন। ভিকি কৌশলের সঙ্গে ‘ব্যাড নিউজ’, রাজকুমার রাওয়ের সঙ্গে ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা’ এবং কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া থ্রি’তে নজর কেড়েছিলেন নায়িকা। এরপর তাঁকে সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে ‘ধড়ক ২’-তে দেখা যাবে।