ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হাইভোল্টেজ ম্যাচে পয়েন্ট হারালো ২ দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / ৩৫৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে সুপার সানডের লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড হাইভোল্টেজ ম্যাচে পয়েন্ট হারিয়েছে দুই দলই। ম্যাচটি শেষ হয়েছে ২-২ সমতায়। এই ড্রয়ের পরও ৪৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে লিভারপুল। রিফাত আনজুমের রিপোর্ট।

ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে লিভারপুল। পয়েন্ট টেবিলে নিচেরের অবস্থান আরও মজবুত করতেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামে অল রেডরা।

অ্যানফিল্ডে ম্যাচের প্রথমার্ধে ভালো দুটি গোলের সুযোগ পায় লিভারপুল। কোডি গাকপো নেয়া শট অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট। আর ১৬ মিনিটে সালাহর থ্রু বল বক্সে পেয়ে আলেক্সিস মাক আলিস্তেরের শট পা দিয়ে আটকান গোলরক্ষক আন্দ্রে ওনানা।

প্রথমার্ধ শেষ গোলশূণ্যভাবে। বিরতির পর লিভারপুলের তিন খেলোয়াড়ের মধ্যে থেকে রক্ষণচেরা থ্রু পাস বক্সে বাড়ান ব্রুনো ফের্নান্দেস, বুলেট গতির কোনাকুনি শটে ক্রসবার ঘেঁষে জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্র মার্তিনেস।

পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করেনি স্বাগতিকরা। ম্যাক আলিস্টারের পাস পেয়ে বক্সে ঢুকে একজনকে কাটিয়ে কোনাকুনি শটে লিভারপুলকে ১-১ সমতায় আনেন গাকপো।

৭০ মিনিটে ডি-বক্সে ডাচ ডিফেন্ডার মাটাইস ডি লিখটের হাতে বল লাগলেও শুরতে রেফারির চোখ এড়িয়ে গেলেও ভিএআরের সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিক থেকে গোল করে ২-১ ব্যবধানে লিভারপুরকে এগিয়ে দেন মোগাম্মদ সালাহ।

৮০ মিনিটে তাদেরকে স্তব্ধ করে সমতা টানে সফরকারীরা। আলেহান্দ্রো গার্নাচোর পাস বক্সের মাঝামাঝি পেয়ে প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন আমাত দিয়ালো।

সাত মিনিট যোগ করা সময়ের অন্তিম মুহূর্তে ব্যবধান গড়ে দিতে পারতেন ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার; কিন্তু বক্সে ফাঁকায় বল পেয়ে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন তিনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় তাদের।

নিউজটি শেয়ার করুন

হাইভোল্টেজ ম্যাচে পয়েন্ট হারালো ২ দল

আপডেট সময় : ১২:৩৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে সুপার সানডের লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড হাইভোল্টেজ ম্যাচে পয়েন্ট হারিয়েছে দুই দলই। ম্যাচটি শেষ হয়েছে ২-২ সমতায়। এই ড্রয়ের পরও ৪৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে লিভারপুল। রিফাত আনজুমের রিপোর্ট।

ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে লিভারপুল। পয়েন্ট টেবিলে নিচেরের অবস্থান আরও মজবুত করতেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামে অল রেডরা।

অ্যানফিল্ডে ম্যাচের প্রথমার্ধে ভালো দুটি গোলের সুযোগ পায় লিভারপুল। কোডি গাকপো নেয়া শট অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট। আর ১৬ মিনিটে সালাহর থ্রু বল বক্সে পেয়ে আলেক্সিস মাক আলিস্তেরের শট পা দিয়ে আটকান গোলরক্ষক আন্দ্রে ওনানা।

প্রথমার্ধ শেষ গোলশূণ্যভাবে। বিরতির পর লিভারপুলের তিন খেলোয়াড়ের মধ্যে থেকে রক্ষণচেরা থ্রু পাস বক্সে বাড়ান ব্রুনো ফের্নান্দেস, বুলেট গতির কোনাকুনি শটে ক্রসবার ঘেঁষে জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্র মার্তিনেস।

পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করেনি স্বাগতিকরা। ম্যাক আলিস্টারের পাস পেয়ে বক্সে ঢুকে একজনকে কাটিয়ে কোনাকুনি শটে লিভারপুলকে ১-১ সমতায় আনেন গাকপো।

৭০ মিনিটে ডি-বক্সে ডাচ ডিফেন্ডার মাটাইস ডি লিখটের হাতে বল লাগলেও শুরতে রেফারির চোখ এড়িয়ে গেলেও ভিএআরের সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিক থেকে গোল করে ২-১ ব্যবধানে লিভারপুরকে এগিয়ে দেন মোগাম্মদ সালাহ।

৮০ মিনিটে তাদেরকে স্তব্ধ করে সমতা টানে সফরকারীরা। আলেহান্দ্রো গার্নাচোর পাস বক্সের মাঝামাঝি পেয়ে প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন আমাত দিয়ালো।

সাত মিনিট যোগ করা সময়ের অন্তিম মুহূর্তে ব্যবধান গড়ে দিতে পারতেন ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার; কিন্তু বক্সে ফাঁকায় বল পেয়ে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন তিনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় তাদের।