ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

২০২৫ সালের তাপমাত্রা নিয়ে আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৭:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন বছর শুরু হতেই ২০২৫ সালের তাপমাত্রা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। বলা হচ্ছে, গত বছরের মতো তাপমাত্রা বৃদ্ধির ধারা এ বছরও থাকতে পারে। এমনকি ইতিহাসের ৩টি উষ্ণতম বছরের একটি ২০২৫ সাল হতে যাচ্ছে বলেও সতর্ক করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সদ্য বিদায় নেয়া ২০২৪ সালে তীব্র গরমে নাকাল ছিল বিশ্ববাসী, তাপমাত্রার পারদ চড়েছে রেকর্ড পরিমাণে। এমনকি ২০২৪ সালকে সবচেয়ে উষ্ণ বছর হিসেবে আখ্যা দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। এবার ২০২৫ সালের শুরুতেই একই আশঙ্কা সংস্থাটির। সতর্ক করে জানালো, ২০২৪-এর মতো বাড়তি তাপমাত্রা এ বছরও থাকতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এ বছর গ্রিন হাউজ গ্যাসের মাত্রা আরও বাড়বে, যা ভবিষ্যতে উষ্ণায়ন বাড়িয়ে দেবে। একই আশঙ্কার কথা জানিয়েছে ব্রিটেনের আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, ২০২৫ সাল, হতে চলেছে ইতিহাসের তিনটি উষ্ণতম বছরের একটি। আশঙ্কা, ২০২৩ ও ২০২৪ সালের মতো এ বছরও তীব্র গরম অনুভূত হতে পারে।

তবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলছেন, বিশ্বের সব মানুষের জন্য শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সুস্থ ভবিষ্যৎ তৈরির চেষ্টা চলতেই থাকবে। এতে সুর মিলিয়েছেন বিশ্ব আবহাওয়া সংস্থাও।

ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন এবং ক্লাইমেট সেন্ট্রালের একটি প্রতিবেদন বলছে, ২০২৪ সালে ২৯টি চরম আবহাওয়ার ঘটনার মধ্যে ২৬টিই ছিল মারাত্মক পর্যায়ে। আর এর প্রভাবে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭০০ মানুষের। এছাড়া ঘরবাড়ি হারিয়েছে কয়েক লাখ মানুষ।

নিউজটি শেয়ার করুন

২০২৫ সালের তাপমাত্রা নিয়ে আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার

আপডেট সময় : ০৪:০৭:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

নতুন বছর শুরু হতেই ২০২৫ সালের তাপমাত্রা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। বলা হচ্ছে, গত বছরের মতো তাপমাত্রা বৃদ্ধির ধারা এ বছরও থাকতে পারে। এমনকি ইতিহাসের ৩টি উষ্ণতম বছরের একটি ২০২৫ সাল হতে যাচ্ছে বলেও সতর্ক করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সদ্য বিদায় নেয়া ২০২৪ সালে তীব্র গরমে নাকাল ছিল বিশ্ববাসী, তাপমাত্রার পারদ চড়েছে রেকর্ড পরিমাণে। এমনকি ২০২৪ সালকে সবচেয়ে উষ্ণ বছর হিসেবে আখ্যা দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। এবার ২০২৫ সালের শুরুতেই একই আশঙ্কা সংস্থাটির। সতর্ক করে জানালো, ২০২৪-এর মতো বাড়তি তাপমাত্রা এ বছরও থাকতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এ বছর গ্রিন হাউজ গ্যাসের মাত্রা আরও বাড়বে, যা ভবিষ্যতে উষ্ণায়ন বাড়িয়ে দেবে। একই আশঙ্কার কথা জানিয়েছে ব্রিটেনের আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, ২০২৫ সাল, হতে চলেছে ইতিহাসের তিনটি উষ্ণতম বছরের একটি। আশঙ্কা, ২০২৩ ও ২০২৪ সালের মতো এ বছরও তীব্র গরম অনুভূত হতে পারে।

তবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলছেন, বিশ্বের সব মানুষের জন্য শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সুস্থ ভবিষ্যৎ তৈরির চেষ্টা চলতেই থাকবে। এতে সুর মিলিয়েছেন বিশ্ব আবহাওয়া সংস্থাও।

ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন এবং ক্লাইমেট সেন্ট্রালের একটি প্রতিবেদন বলছে, ২০২৪ সালে ২৯টি চরম আবহাওয়ার ঘটনার মধ্যে ২৬টিই ছিল মারাত্মক পর্যায়ে। আর এর প্রভাবে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭০০ মানুষের। এছাড়া ঘরবাড়ি হারিয়েছে কয়েক লাখ মানুষ।