ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘আবারও দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতেছে আওয়ামী লীগ’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / ৩৫৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ আবারও দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন। দেশবিরোধী চক্রান্ত মোকাবিলা করতে প্রশাসনে লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করারও আহ্বান জানান তিনি।

এসময় দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পথে হাঁটতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক।

ভারতকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন। আপনারা যে গণতন্ত্র বিশ্বাস করেন, সেটা প্রমাণ করেন।

তিনি বলেন, সচিবালয়ে আগুন। বাংলাদেশে শেখ হাসিনার প্রেতাত্মারা নানা ষড়যন্ত্র শুরু করেছে। তারা বাংলাদেশে বসে বসে শেখ হাসিনার গুণগান গাচ্ছে। বাংলাদেশের মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, শেখ হাসিনার প্রেতাত্মারা আর কখনও বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তাই আজকে শেখ হাসিনার প্রেতাত্মাদের সব পদ থেকে বিতাড়িত করতে হবে। তাদেরকে পদচ্যুত করতে হবে।

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা বলেন, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও লেবার পার্টির পক্ষ থেকে সরকারকে অনুরোধ জানাব, দেরি করবেন না। দেরি করলেই এমন অনেক ক্ষতি হয়ে যাবে। ষড়যন্ত্র পিছনে লেগে আছে। অনতিবিলম্বে দেশে নির্বাচনের তফসিল ঘোষণা করুন। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের যে দলই ক্ষমতায় আসুক, আমার নেতা তারেক রহমান বলেছেন, আন্দোলনরত সব দল নির্বাচনে অংশগ্রহণ করব। যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দিবে না, যে নির্বাচন ১৯৯১ সালের সততার মতো আলোচিত হবে।

সমাবেশে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

‘আবারও দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতেছে আওয়ামী লীগ’

আপডেট সময় : ০৫:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

আওয়ামী লীগ আবারও দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন। দেশবিরোধী চক্রান্ত মোকাবিলা করতে প্রশাসনে লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করারও আহ্বান জানান তিনি।

এসময় দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পথে হাঁটতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক।

ভারতকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন। আপনারা যে গণতন্ত্র বিশ্বাস করেন, সেটা প্রমাণ করেন।

তিনি বলেন, সচিবালয়ে আগুন। বাংলাদেশে শেখ হাসিনার প্রেতাত্মারা নানা ষড়যন্ত্র শুরু করেছে। তারা বাংলাদেশে বসে বসে শেখ হাসিনার গুণগান গাচ্ছে। বাংলাদেশের মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, শেখ হাসিনার প্রেতাত্মারা আর কখনও বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তাই আজকে শেখ হাসিনার প্রেতাত্মাদের সব পদ থেকে বিতাড়িত করতে হবে। তাদেরকে পদচ্যুত করতে হবে।

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা বলেন, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও লেবার পার্টির পক্ষ থেকে সরকারকে অনুরোধ জানাব, দেরি করবেন না। দেরি করলেই এমন অনেক ক্ষতি হয়ে যাবে। ষড়যন্ত্র পিছনে লেগে আছে। অনতিবিলম্বে দেশে নির্বাচনের তফসিল ঘোষণা করুন। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের যে দলই ক্ষমতায় আসুক, আমার নেতা তারেক রহমান বলেছেন, আন্দোলনরত সব দল নির্বাচনে অংশগ্রহণ করব। যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দিবে না, যে নির্বাচন ১৯৯১ সালের সততার মতো আলোচিত হবে।

সমাবেশে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।