ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ঘুরে দাঁড়িয়ে শিরোপা জয় এসি মিলানের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / ৩৫২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিলান ডার্বিতে লাউতারো মার্তিনেসের শুরুর গোলের পর আরও একবার এসি মিলানের জালে বল পাঠায় ইন্টার মিলান। যদিও বিরতির পর এসি মিলান নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায়। দারুণ এক জয়ে ইতালিয়ান সুপার কাপ নিজেদের করে নিলো এসি মিলান।

গতকাল রাতে সৌদি আরবের রিয়াদে আল-আওয়াল স্টেডিয়ামে ইন্টার মিলানকে ৩-২ ব্যবধানে হারিয়েছে এসি মিলান। শুরুতে ইন্টারকে লাউতারো মার্তিনেস এগিয়ে নিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মেহদি তারেমি। এরপর থিও হের্নান্দেস ব্যবধান কমানোর পর এসি মিলানকে সমতায় ফেরান ক্রিস্টিয়ান পুলিসিক। যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন ট্যামি আব্রাহাম।

এদিকে এসি মিলান প্রথম সুযোগটি পায় নবম মিনিটে। তবে টিয়ানি রেইন্ডার্সের শট লক্ষ্যে থাকেনি। প্রথমার্ধের যোগ করা সময়ে ইন্টার মিলানকে এগিয়ে নেন মার্তিনেস। থ্রো ইন থেকে আসা বল টেনে নিয়ে দুইজনকে কাটিয়ে জাল খুঁজে নেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন তারেমি। ডে ভ্রেইয়ের বাড়ানো বল টেনে নিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

এরপর ম্যাচের ৫২তম মিনিটে এসি মিলানের ব্যবধান কমান হের্নান্দেস। বক্সের বাইরে থেকে দারুণ ফ্রি-কিকে জাল খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার। ৮০তম মিনিটে দলকে সমতায় ফেরান পুলিসিক। হের্নান্দেসের বাঁ দিক থেকে বাড়ানো বল বক্স থেকে লক্ষ্যভেদ করেন যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড।

যদিও জয়সূচক গোলটি আসে আব্রাহামের পা থেকে যোগ করা অতিরিক্ত সময়ে। রাফায়েল লেয়াওয়ের পাস থেকে জাল খুঁজে নেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ঘুরে দাঁড়িয়ে শিরোপা জয় এসি মিলানের

আপডেট সময় : ০৩:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

মিলান ডার্বিতে লাউতারো মার্তিনেসের শুরুর গোলের পর আরও একবার এসি মিলানের জালে বল পাঠায় ইন্টার মিলান। যদিও বিরতির পর এসি মিলান নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায়। দারুণ এক জয়ে ইতালিয়ান সুপার কাপ নিজেদের করে নিলো এসি মিলান।

গতকাল রাতে সৌদি আরবের রিয়াদে আল-আওয়াল স্টেডিয়ামে ইন্টার মিলানকে ৩-২ ব্যবধানে হারিয়েছে এসি মিলান। শুরুতে ইন্টারকে লাউতারো মার্তিনেস এগিয়ে নিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মেহদি তারেমি। এরপর থিও হের্নান্দেস ব্যবধান কমানোর পর এসি মিলানকে সমতায় ফেরান ক্রিস্টিয়ান পুলিসিক। যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন ট্যামি আব্রাহাম।

এদিকে এসি মিলান প্রথম সুযোগটি পায় নবম মিনিটে। তবে টিয়ানি রেইন্ডার্সের শট লক্ষ্যে থাকেনি। প্রথমার্ধের যোগ করা সময়ে ইন্টার মিলানকে এগিয়ে নেন মার্তিনেস। থ্রো ইন থেকে আসা বল টেনে নিয়ে দুইজনকে কাটিয়ে জাল খুঁজে নেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন তারেমি। ডে ভ্রেইয়ের বাড়ানো বল টেনে নিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

এরপর ম্যাচের ৫২তম মিনিটে এসি মিলানের ব্যবধান কমান হের্নান্দেস। বক্সের বাইরে থেকে দারুণ ফ্রি-কিকে জাল খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার। ৮০তম মিনিটে দলকে সমতায় ফেরান পুলিসিক। হের্নান্দেসের বাঁ দিক থেকে বাড়ানো বল বক্স থেকে লক্ষ্যভেদ করেন যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড।

যদিও জয়সূচক গোলটি আসে আব্রাহামের পা থেকে যোগ করা অতিরিক্ত সময়ে। রাফায়েল লেয়াওয়ের পাস থেকে জাল খুঁজে নেন তিনি।