‘মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কোনো কথা বলা যাবে না’

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:২০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- / ৩৯৬ বার পড়া হয়েছে

মসজিদের ইমাম ও খতিবদের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কোনো কথা বলা যাবে না। বাছ বিচার না করে কারো ব্যাপারে কোনো ধারণা করা যাবে না। আজ মঙ্গলবার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জেলা পর্যায়ের ইমাম খতিবদের প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, আলেমদের জুলুম নির্যাতনের শিকার হওয়ার কথা তুলে ধরেন। আলেমদের হাতে দেশ চালানোর ক্ষমতা এলে দেশের সর্বস্তরের মানুষ ভালো থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, সমাজকে মসজিদ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হচ্ছে। পরিবর্তিত দেশে এখনও কিছু না কিছু অপরাধ হচ্ছে। কিন্তু আলেমদের নামে কোনো অপরাধের অভিযোগ শোনা যাচ্ছে না।
ওলামায়ে কেরাম এক হলে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে বলেও জানান তিনি।