ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পদত্যাগ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / ৩৮৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদত্যাগ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আজ (সোমবার, ৬ জানুয়ারি) রাতে এই পদত্যাগের ঘোষণা দেন। পাশাপাশি কানাডার ক্ষমতায় থাকা লিবারেল পার্টির নেতার পদ থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। এতে সামনের নির্বাচনে বিরোধী দল কনজারভেটিভ পার্টির কাছে হেরে যাওয়ার প্রবল শঙ্কার মধ্যে ট্রুডোর পদত্যাগে লেবার পার্টির নেতৃত্বশূন্য হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হবে কানাডার সাধারণ নির্বাচন। এর আগেই লিবারেল পার্টির নেতৃত্ব আর দেশের প্রধানমন্ত্রীত্ব ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বিভিন্ন জরিপ বলছে, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিজ দলের মধ্যেই তার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠেছে। ৫৩ বছর বয়সী ট্রুডো পদত্যাগ করলে নেতৃত্বশূন্য হয়ে পড়বে লিবারেল পার্টি। যেখানে দ্রুত নির্বাচনের ডাক দিলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় হতে পারে কনজারভেটিভ পার্টির।

লিবারেল পার্টি অব কানাডার প্রধান হিসেবে ২০১৩ সাল থেকে দায়িত্ব পালন করছেন ট্রুডো। এরপর ২০১৫ সালে দেশের প্রধানমন্ত্রী হন তিনি। টানা ৯ বছর ধরে এ পদে আছেন ট্রুডো। তবে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনীতিসহ নানা কারণে চাপে পড়ে গেছেন তিনি।

গেল বছরের ডিসেম্বরে কানাডার উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেন। ট্রুডোর সঙ্গে বিরোধের জেরেই তিনি পদত্যাগ করেন। একসময় ট্রুডোর ঘনিষ্ঠ মিত্র ছিলেন ফ্রিল্যান্ড। তার পদত্যাগের পর ট্রুডোর সংকট আরও বেড়ে যায়। শেষমেশ দলের প্রধান হিসেবে ট্রুডো পদত্যাগ করছেন।

নিউজটি শেয়ার করুন

পদত্যাগ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

আপডেট সময় : ০২:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

পদত্যাগ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আজ (সোমবার, ৬ জানুয়ারি) রাতে এই পদত্যাগের ঘোষণা দেন। পাশাপাশি কানাডার ক্ষমতায় থাকা লিবারেল পার্টির নেতার পদ থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। এতে সামনের নির্বাচনে বিরোধী দল কনজারভেটিভ পার্টির কাছে হেরে যাওয়ার প্রবল শঙ্কার মধ্যে ট্রুডোর পদত্যাগে লেবার পার্টির নেতৃত্বশূন্য হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হবে কানাডার সাধারণ নির্বাচন। এর আগেই লিবারেল পার্টির নেতৃত্ব আর দেশের প্রধানমন্ত্রীত্ব ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বিভিন্ন জরিপ বলছে, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিজ দলের মধ্যেই তার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠেছে। ৫৩ বছর বয়সী ট্রুডো পদত্যাগ করলে নেতৃত্বশূন্য হয়ে পড়বে লিবারেল পার্টি। যেখানে দ্রুত নির্বাচনের ডাক দিলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় হতে পারে কনজারভেটিভ পার্টির।

লিবারেল পার্টি অব কানাডার প্রধান হিসেবে ২০১৩ সাল থেকে দায়িত্ব পালন করছেন ট্রুডো। এরপর ২০১৫ সালে দেশের প্রধানমন্ত্রী হন তিনি। টানা ৯ বছর ধরে এ পদে আছেন ট্রুডো। তবে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনীতিসহ নানা কারণে চাপে পড়ে গেছেন তিনি।

গেল বছরের ডিসেম্বরে কানাডার উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেন। ট্রুডোর সঙ্গে বিরোধের জেরেই তিনি পদত্যাগ করেন। একসময় ট্রুডোর ঘনিষ্ঠ মিত্র ছিলেন ফ্রিল্যান্ড। তার পদত্যাগের পর ট্রুডোর সংকট আরও বেড়ে যায়। শেষমেশ দলের প্রধান হিসেবে ট্রুডো পদত্যাগ করছেন।