কড়া শাস্তি পাকিস্তানের, কপাল খুলে গেল বাংলাদেশের
- আপডেট সময় : ০২:৩৬:০১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার কাছে ০-২ ব্যবধানে টেস্ট সিরিজ হারের জ্বালা আরও বাড়ল পাকিস্তান ক্রিকেট দলের (ICC World Test Championship)। কেপ টাউনে নতুন বছরের প্রথম টেস্টে মন্থর ওভার রেটের জন্য পাকিস্তান ক্রিকেটারদের ২৫ শতাংশ ম্যাচ ফি কাটা গেল। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে পাঁচ পয়েন্ট কাটা গেল পাকিস্তানের। যেহেতু তারা নির্ধারিত সময়ে ৫ ওভার বল কম করেছিল।
মাঠের দুই আম্পায়ার ছিলেন নীতিন মেনন ও কুমার ধর্মসেনা এবং তৃতীয় আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ এবং চতুর্থ আম্পায়ার স্টিফেন হ্যারিস পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। তারপরই আইসিসি-র ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন (Richie Richardson) শাস্তি ঘোষণা করেন। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ (Pakistan captain Shan Masood) অভিযোগের সত্যতা মেনে নেওয়ায় আর কোনও শুনানি হয়নি।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারায় বলা হয়েছে, কোনও দল নির্ধারিত সময়ে নির্দিষ্ট ওভার সংখ্যার চেয়ে এক ওভার কম করলে ১ পয়েন্ট কাটা যাবে। কেপটাউন টেস্টে পাকিস্তান দল পাঁচ ওভার পিছিয়ে থাকায় শান মাসুদদের ৫ পয়েন্ট কাটা হয়েছে।
পাশাপাশি আইসিসি আচরণবিধির ২.২২ ধারায় বলা হয়েছে, নির্ধারিত ওভার সংখ্যার চেয়ে ১ ওভার পিছিয়ে থাকলে দলের প্রত্যেকের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হবে। সেই হিসেবে পাকিস্তান পাঁচ ওভার কম করায় বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের ম্যাচ ফির ২৫ শতাংশ করে কেটে নেওয়া হয়েছে।
২০২৩-২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ বৃত্তে এ নিয়ে মোট ১৩ পয়েন্ট কাটা পড়ল পাকিস্তানের। আইসিসি পাকিস্তান ক্রিকেট দলের ৫ পয়েন্ট কেটে নেওয়ায় লাভবান হয়েছে বাংলাদেশ। পয়েন্ট তালিকার তলানিতে থেকে আগের দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করা বাংলাদেশের এবার আর সেই লজ্জাজনক অভিজ্ঞতার সম্ভাবনা আর নেই।
এই মুহূর্তে ৩১.২৫ শতাংশ জয়ের হার নিয়ে তালিকার সাতে রয়েছে বাংলাদেশ। পাকিস্তান ২৪.৩১ শতাংশ জয়ের হার নিয়ে আটে এবং ওয়েস্ট ইন্ডিজ ২৪.২৪ শতাংশ জয়ের হার নিয়ে নয়ে। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আর কোনও ম্যাচ বাকি নেই। পয়েন্ট টেবিলের একেবারে নীচে থাকা দুই দল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ এই বৃত্তে নিজেদের শেষ সিরিজে মুখোমুখি হবে জানুয়ারি মাসেই। দুই ম্যাচের সেই সিরিজে ফল যাই হোক না কেন, বাংলাদেশের পয়েন্ট তালিকায় আটের নীচে নামার সম্ভাবনা নেই।