ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘খোলা মাঠে কর্মসূচি পালনের অনুরোধ’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / ৩৬২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়ক অবরোধ না করে খোলা মাঠে কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (৮ জানুয়ারি) ঢাকা ক্লাবে আয়োজিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি এই অনুরোধ জানান।

ডিএমপি কমিশনার বলেন, ইদানীং বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায় ছোটখাটো দাবি আদায়ে রাস্তা বেছে নেয়। তারা মনে করে রাস্তা দখলে নিলেই তাদের দাবি আদায় হবে। যার ফলে ঢাকা শহরের ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা আরও নাজুক অবস্থায় পড়ে। ফলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কেটে যায়। বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়।

বিভিন্ন দাবিদাওয়ার বিষয়ে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঢাকায় উত্তর দক্ষিণের রাস্তা খুবই কম। একটি রাস্তা বন্ধ হয়ে গেলে সব কিছু থেমে যায়। আপনারা দাবি আদায়ের বিষয়ে খোলামাঠ, অডিটোরিয়াম বেঁচে নিন। দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডেকে আলোচনা করে সমস্যা সমাধান করুন। ঢাকাবাসীর ট্রাফিক ব্যবস্থাকে আর ভঙ্গুর করবেন না।

ডিএমপি কমিশনার বলেন, এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ছিনতাই মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে। ছিনতাইকারিদের বিরুদ্ধে ব্যাপক পদক্ষেপ নেয়া হয়েছে। এসময় তিনি ঢাকাবাসীকে সতর্কভাবে চলাফেরার আহবান জানান। বলেন, নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশের প্রশিক্ষণ প্রয়োজন, প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কোথায় কতটুকু বল প্রয়োগ করা হবে সেটা জানাতে হবে। এজন্য কিছু সময়ের প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

‘খোলা মাঠে কর্মসূচি পালনের অনুরোধ’

আপডেট সময় : ০৩:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

সড়ক অবরোধ না করে খোলা মাঠে কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (৮ জানুয়ারি) ঢাকা ক্লাবে আয়োজিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি এই অনুরোধ জানান।

ডিএমপি কমিশনার বলেন, ইদানীং বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায় ছোটখাটো দাবি আদায়ে রাস্তা বেছে নেয়। তারা মনে করে রাস্তা দখলে নিলেই তাদের দাবি আদায় হবে। যার ফলে ঢাকা শহরের ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা আরও নাজুক অবস্থায় পড়ে। ফলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কেটে যায়। বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়।

বিভিন্ন দাবিদাওয়ার বিষয়ে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঢাকায় উত্তর দক্ষিণের রাস্তা খুবই কম। একটি রাস্তা বন্ধ হয়ে গেলে সব কিছু থেমে যায়। আপনারা দাবি আদায়ের বিষয়ে খোলামাঠ, অডিটোরিয়াম বেঁচে নিন। দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডেকে আলোচনা করে সমস্যা সমাধান করুন। ঢাকাবাসীর ট্রাফিক ব্যবস্থাকে আর ভঙ্গুর করবেন না।

ডিএমপি কমিশনার বলেন, এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ছিনতাই মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে। ছিনতাইকারিদের বিরুদ্ধে ব্যাপক পদক্ষেপ নেয়া হয়েছে। এসময় তিনি ঢাকাবাসীকে সতর্কভাবে চলাফেরার আহবান জানান। বলেন, নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশের প্রশিক্ষণ প্রয়োজন, প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কোথায় কতটুকু বল প্রয়োগ করা হবে সেটা জানাতে হবে। এজন্য কিছু সময়ের প্রয়োজন।