নতুন মামলায় গ্রেফতার পলকসহ ৪ জন
- আপডেট সময় : ০২:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
- / ৩৭৮ বার পড়া হয়েছে
রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, জুনাইদ আহমেদ পলক ও কামাল মজুমদারকে গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে আসামিদের কারাগার থেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর পৃথক পৃথক থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা। বিচারক জিয়াদুর রহমান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা আন্দোলন দমনে ভূমিকা রেখেছেন। পাশাপাশি ক্ষমতায় থাকাকালীন সময়ে নানা দুর্নীতির সঙ্গে তারা জড়িত ছিলেন।
যাত্রাবাড়ী থানার মো. সাব্বির হাওলাদার হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। লালবাগ থানার মোহাম্মদ আলী হত্যা মামলায় কামরুল ইসলাম, আবুল হোসেন ও নজরুল ইসলাম কবিরাজকে গ্রেপ্তার দেখানো হয়। ভাষানটেক থানার হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও কাফরুল থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।