রণবীরের বিপরীতে কে প্রিয়াঙ্কা নাকি কিয়ারা
- আপডেট সময় : ০২:০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে
বিগত বেশ কয়েক বছর ধরে হলিউডেই কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সংসার, কাজ সবকিছুই এখন তাঁর প্রাশ্চাত্যে। তবে বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল আবার নাকি বলিউডে কাজ করতে চান প্রিয়াঙ্কা। ‘জি লে যারা’ সিনেমায় কাজ করার কথা শোনা গেলেও শ্যুটিং এখনও শুরু হয়নি। এর মধ্যেই জানা গেছে, ‘ডন ৩’ সিনেমায় রণবীর সিং-এর বিপরীতে হয়ত অভিনয় করতে পারেন তিনি।
‘ডন ২’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে শাহরুখের সঙ্গে ব্যক্তিগত সমস্যা থাকায় ‘ডন ৩’ সিনেমা থেকে সরে দাড়িয়ে ছিলেন প্রিয়াঙ্কা। তবে ‘ডন ৩’ সিনেমায় শাহরুখের পরিবর্তে রণবীর অভিনয় করবেন জানা গেছে, তখন এই সিনেমায় প্রিয়াঙ্কার কাজ করার গুঞ্জন আরও দৃঢ় হয়।
কিন্তু এর মাঝেই শোনা গেছে আরও একটি খবর। জানা যাচ্ছে, ‘ডন ৩’ সিনেমায় প্রথমে নাকি বেছে নেওয়া হয়েছিল কিয়ারাকে। তবে কিয়ারাকে যে মোটেই পছন্দ নয় দর্শকদের, তা সোশ্যাল মিডিয়া খুললেই বুঝতে পারবেন আপনি। সম্প্রতি রণবীরের বিপরীতে কিয়ারার অভিনয় করার খবরটি ছড়িয়ে পড়ার পরেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত জানান দর্শকরা।
সম্প্রতি রেডইট ওয়েবসাইটে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, প্রিয়াঙ্কার মত রোমা চরিত্রে কেউ অভিনয় করতে পারবেন না। অন্য একজন লিখেছেন, দয়া করে প্রিয়াঙ্কাকে রোমা চরিত্রে ফিরিয়ে আনা হোক। তৃতীয় একজন লিখেছেন, কিয়ারা একজন ভ্যানিলা অভিনেত্রী,( অনেকটা চকলেট বয় অভিনেতার মতো), রোমা চরিত্রে তাঁকে একেবারেই ভালো লাগবে না।
কেউ কেউ আবার ভাবছেন ‘ডন ৩’ – তে প্রিয়াঙ্কা এবং শাহরুখ খানকে যদি একসঙ্গে দেখানো যেত তাহলে কিন্তু খুব ভালো হত। রণবীর সিং মুখ্য ভূমিকায় অভিনয় করলেও যদি পার্শ্বচরিত্রে শাহরুখকে দেখানো হত, তাহলে এই সিনেমার জনপ্রিয়তা আরও বেশি বেড়ে যেত। তবে কে আদৌ অভিনয় করবেন, কে করবেন না তা জানতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে দর্শকদের।