দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর পর লন্ডনে দেখা হলো মা-ছেলের, যাদের বিচ্ছিন্ন করেছিল বিভেদের রাজনীতি। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তারেক রহমান। আবেগঘন মুহূর্ত জন্ম নেয় পারিবারিক মিলনমেলায়। পরে বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে মাকে নিয়ে লন্ডন ক্লিনিকে যান তারেক রহমান। সেখানেই তাকে ভর্তি করা হয়।
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আলিঙ্গন। অর্ধ যুগের বেশি সময় পর সামনাসামনি মা ছেলের দেখা। হিথ্রো বিমানবন্দরে সৃষ্টি হলো এক আবেগঘন মুহূর্ত।
তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত পুত্রবধূ জোবাইদা রহমান, নাতনি জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরাও। এক পারিবারিক পুনর্মিলন।
পরিবারের সদস্যরা ছাড়া স্বাগত জানাতে আসেন যুক্তরাজ্য বিএনপির সভাপতিসহ হাজারো নেতাকর্মী। ফুলেল শুভেচ্ছা জানান যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার হয়রত আলী খান। তার দেখা পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা।
বিমানবন্দর থেকে বেগম জিয়াকে সরাসরি নেয়া হয় লন্ডন ক্লিনিকে। সাড়ে ৫টায় তার গাড়ি বহর পৌঁছায় হাসপাতালে। আপাতত তাকে লন্ডন ক্লিনিকেই চিকিৎসা দেয়া হবে।
আজ (বুধবার, ৭ জানুয়ারি) বিকাল ৩টায় তাকে বহনকারী বিমান লন্ডনে পৌঁছায়। এই সময় পাশে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে।