ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গোবিন্দার সন্তানেরাও ওঁর পরামর্শ নেয় না : সুনীতা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোবিন্দা এবং ডেভিড ধাওয়ানকে বলিউডের অন্যতম আইকনিক অভিনেতা-পরিচালক জুটি বলা যেতে পারে। তাঁরা ‘হিরো নং ১’, রাজা বাবু’, ‘সাজন চলে শসুরাল’ -এর মতো ছবি ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন। তবে তাঁদের মধ্যেও তৈরি হয়েছিল নানা সমস্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা এই বিষয়ে কথা বলেছেন। তাঁর মতে তাঁর স্বামীর চারপাশের কিছু নেতিবাচক প্রভাব পরিচালকের সঙ্গে তাঁদের সম্পর্ককে নষ্ট করে দিয়েছিল। সুনীতা ডেভিডকে বাবার মতো মনে করেন।

হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীতা বলেন, ‘আমি সবসময় বলি ডেভিড আমার বাবার মতো। তখন অভিনেতাদের অনেক ‘চামচা’ থাকত। তাঁরা ভুল বোঝাবুঝি তৈরি করত। ডেভিড এবং গোবিন্দার মধ্যে ভালো সম্পর্ক দেখে অনেকেই ঈর্ষান্বিত হয়ে উঠেছিলেন। যদি কারুর চারপাশে নেতিবাচক লোকজন বেশি থাকে তবে তাঁদের মধ্যকার নেগেটিভিটি আপনার মধ্যে চলে আসতে বাধ্য।’

কিন্তু ঠিক কী ঘটেছিল সেই সময়? এই প্রসঙ্গে সুনীতার মত, ‘ডেভিড ভুল কিছু বলেননি। তিনি বলেছিলেন যে ৯০-এর দশকে, কেবল একটা নায়কের ছবি আর সেভাবে চলে না। খুব কম ক্ষেত্রেই এইভাবে সাফল্য আসে। তাই ডেভিড পরামর্শ দিয়েছিলেন যে গোবিন্দা যেন এবার সেকেন্ড লিড রোলেও কাজ করা শুরু করেন। তবে অবশ্যই সেই চরিত্রেও যথেষ্ঠ গুরুত্ব থাকতে হবে। এরপর তিনি ‘বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ’তে সেকেন্ড লিড রোলে অভিনয় করেছিলেন। ছবিতে গোবিন্দার কাজও বেশ প্রশংসিত হয়েছিল। কিন্তু এরপর তাঁর আশেপাশের লোকেরা তাঁকে উস্কে ছিলেন। তাঁরা বলেছিলেন, ‘তুমিই নায়ক।’ এই বিষয়গুলো কীভাবে ঘটেছে, তা দেখে আমার রাগ হয়। গোবিন্দার আশেপাশের লোকেরা ভালো ছিল না, তারা ওঁকে উস্কে ছিল।’

তিনি আরও জানান যে, গোবিন্দা এখনও ৯০-এর দশকেই আটকে আছেন। তাই তাঁর সন্তানরাও তাঁর উপদেশ নেন না। তিনি বলেন, ‘কেউ গোবিন্দার পরামর্শ শোনে না, কারণ ও ৯০-এর দশকেই আটকে আছে। আমি বর্তমান সময়ের উপযোগী পরামর্শ দিই। আমরা গোবিন্দকে ৯০-এর দশক থেকে এগিয়ে যেতে বলতে থাকি।’

নিউজটি শেয়ার করুন

গোবিন্দার সন্তানেরাও ওঁর পরামর্শ নেয় না : সুনীতা

আপডেট সময় : ০২:০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

গোবিন্দা এবং ডেভিড ধাওয়ানকে বলিউডের অন্যতম আইকনিক অভিনেতা-পরিচালক জুটি বলা যেতে পারে। তাঁরা ‘হিরো নং ১’, রাজা বাবু’, ‘সাজন চলে শসুরাল’ -এর মতো ছবি ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন। তবে তাঁদের মধ্যেও তৈরি হয়েছিল নানা সমস্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা এই বিষয়ে কথা বলেছেন। তাঁর মতে তাঁর স্বামীর চারপাশের কিছু নেতিবাচক প্রভাব পরিচালকের সঙ্গে তাঁদের সম্পর্ককে নষ্ট করে দিয়েছিল। সুনীতা ডেভিডকে বাবার মতো মনে করেন।

হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীতা বলেন, ‘আমি সবসময় বলি ডেভিড আমার বাবার মতো। তখন অভিনেতাদের অনেক ‘চামচা’ থাকত। তাঁরা ভুল বোঝাবুঝি তৈরি করত। ডেভিড এবং গোবিন্দার মধ্যে ভালো সম্পর্ক দেখে অনেকেই ঈর্ষান্বিত হয়ে উঠেছিলেন। যদি কারুর চারপাশে নেতিবাচক লোকজন বেশি থাকে তবে তাঁদের মধ্যকার নেগেটিভিটি আপনার মধ্যে চলে আসতে বাধ্য।’

কিন্তু ঠিক কী ঘটেছিল সেই সময়? এই প্রসঙ্গে সুনীতার মত, ‘ডেভিড ভুল কিছু বলেননি। তিনি বলেছিলেন যে ৯০-এর দশকে, কেবল একটা নায়কের ছবি আর সেভাবে চলে না। খুব কম ক্ষেত্রেই এইভাবে সাফল্য আসে। তাই ডেভিড পরামর্শ দিয়েছিলেন যে গোবিন্দা যেন এবার সেকেন্ড লিড রোলেও কাজ করা শুরু করেন। তবে অবশ্যই সেই চরিত্রেও যথেষ্ঠ গুরুত্ব থাকতে হবে। এরপর তিনি ‘বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ’তে সেকেন্ড লিড রোলে অভিনয় করেছিলেন। ছবিতে গোবিন্দার কাজও বেশ প্রশংসিত হয়েছিল। কিন্তু এরপর তাঁর আশেপাশের লোকেরা তাঁকে উস্কে ছিলেন। তাঁরা বলেছিলেন, ‘তুমিই নায়ক।’ এই বিষয়গুলো কীভাবে ঘটেছে, তা দেখে আমার রাগ হয়। গোবিন্দার আশেপাশের লোকেরা ভালো ছিল না, তারা ওঁকে উস্কে ছিল।’

তিনি আরও জানান যে, গোবিন্দা এখনও ৯০-এর দশকেই আটকে আছেন। তাই তাঁর সন্তানরাও তাঁর উপদেশ নেন না। তিনি বলেন, ‘কেউ গোবিন্দার পরামর্শ শোনে না, কারণ ও ৯০-এর দশকেই আটকে আছে। আমি বর্তমান সময়ের উপযোগী পরামর্শ দিই। আমরা গোবিন্দকে ৯০-এর দশক থেকে এগিয়ে যেতে বলতে থাকি।’