লিভারপুল কিনতে আগ্রহী ইলন মাস্ক
- আপডেট সময় : ০২:২১:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে
বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। ব্যবসা বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রেই সাফল্যের দেখা পেয়েছেন তিনি। বলা হচ্ছে টেসলা এবং স্পেস এক্সের সিইও ইলন মাস্কের কথা। সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়েন পেছনে ছিল তার ভূমিকা।
সেই ইলন মাস্ক এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কিনতে চান এমন খবর প্রকাশ্যে এসেছে। তার বাবা বাবা ইরল মাস্কের বরাত দিয়ে বেশ কিছু গণমাধ্যমে এমন সংবাদ প্রতিবেদন করেছে। তবে বিশ্বের সেরা ধনীর ইচ্ছার প্রতি নাকি কোন আগ্রহ নেই লিভারপুল কর্তৃপক্ষের।
প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্ক ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব লিভারপুল কিনতে আগ্রহী। লিভারপুলের মালিকানায় আছে ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। তারা কখনোই ক্লাবটি বিক্রির ইঙ্গিত না করলেও বিভিন্ন সময়ে বাহ্যিক উৎস থেকে বিনিয়োগের প্রত্যাশার কথা জানিয়েছে। টাইমস রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে ইরল মাস্ক টেসলার প্রধান নির্বাহী ছয়বারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী ক্লাব কেনার ইচ্ছের কথা জানিয়েছেন। তিনি জানান, সুযোগ পেলে ইলন মাস্ক ক্লাবটি কিনেতে চান। তবে ক্লাবটি যেনো দাম বাড়িয়ে না দেয় সেই জন্য প্রকাশ্যে মন্তব্য থেকে বিরত থেকেছেন তারা।
তবে এমন পরিস্থিতিতে বিট্রিশ সংবাদমাধ্যম দ্য টাইমস দাবি করেছে, টেসলা ও এক্সের মালিক লিভারপুলের আমেরিকান মালিকপক্ষের সঙ্গে এই ব্যাপারে কোন যোগাযোগ করেননি। এছাড়াও লিভারপুল কর্তৃপক্ষ জানিয়েছে, রেডিওর সাক্ষাৎকারের প্রেক্ষিতে ক্লাব বিক্রির ব্যাপারে কথা বোলার কোনো আগ্রহই নেই তাদের।
মাঠে সময়টা এই মুহূর্তে দারুণ কাটছে লিভারপুলের। আর্নে স্লটের অধীনে প্রিমিয়ার লিগের শিরোপা জেতার পথে তারা এবার সবচেয়ে এগিয়ে আছে। বুধবার (৮ই জানুয়ারি) ক্যারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে তারা টটেনহ্যামের মুখোমুখি হবে।