ছয় বাচ্চা ছেড়ে ভিখারীর সঙ্গে পালিয়েছে বউ!
- আপডেট সময় : ০৩:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ৩৭১ বার পড়া হয়েছে
বাড়িতে রয়েছে স্বামী ও ৬ সন্তান। একেবারে সাজানো গোছানো সংসার। সেই সংসার ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলেন স্ত্রী। আর সেই মহিলার প্রেমিক হলেন একজন ভিখারী। ভারতের উত্তরপ্রদেশের হারদোই জেলায় স্ত্রীর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তার স্বামী। তবে স্বামী রাজু কুমারের সেই দাবি খারিজ করেছেন মহিলা। তিনি পাল্টা দাবি করেছেন, স্বামীর নির্যাতনের কারণেই তিনি ঘর ছেড়ে পালিয়েছিলেন। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মহিলার স্বামী রাজু কুমার ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ধারা ৮৭-এর অধীনে একটি এফআইআর দায়ের করেছিলেন। তিনি ভিক্ষুকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণের অভিযোগ এনেছিলেন। জানা গিয়েছে, রাজু তাঁর স্ত্রী রাজেশ্বরী এবং তাদের ছয় সন্তানের সঙ্গে হারদোইয়ের হারপালপুর এলাকায় থাকেন। রাজু তার অভিযোগে বলেছেন, যে নানহে পন্ডিত (৪৫) নামে ওই ভিক্ষুক প্রায়ই তাদের পাড়ায় ভিক্ষা চাইতে যেতেন।
রাজুর অভিযোগ অনুযায়ী, পণ্ডিত ও রাজেশ্বরীর মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল এবং প্রায়ই ফোনে কথা হতো। ৩ জানুয়ারি বিকেলে রাজেশ্বরী তার বড় মেয়ে খুশবুকে জানান, তিনি জামা-কাপড় ও সবজি কিনতে বাজারে যাচ্ছেন। এরপর বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি।
অনেক খোঁজাখুঁজি করেও রাজু তার স্ত্রীকে পায়নি। অভিযোগে তিনি দাবি করেন, রাজেশ্বরী মোষ বিক্রি করে যে টাকা পেয়েছেন তা নিয়ে চলে গিয়েছেন। এছাড়াও গহনা সহ দেড় লক্ষেরও বেশি নগদ টাকা নিয়ে পালিয়ে যান মহিলা। ঘটনায় মহিলার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।
রাজুর দাবি ছিল, একাধিক অনুষ্ঠানে তার স্ত্রীকে ওই ভিক্ষুকের সঙ্গে যোগাযোগ করতে দেখেছেন তিনি। কিন্তু, পরিস্থিতি এতটা বাড়বে বলে কখনই সন্দেহ করেননি তিনি। বিষয়টি সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। তবে তদন্তে নেমে হারদোই পুলিশ রাজুর অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে পুলিশ। মহিলা এমন অভিযোগ জানতে পেরে থানায় গিয়ে পৌঁছন। তিনি স্বামীর যাবতীয় অভিযোগ খারিজ করে তার বিরুদ্ধে মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, কারও সঙ্গে পালিয়ে যাননি। স্বামীর অত্যাচারের কারণেই ঘর ছেড়েছিলেন এবং এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। তাছাড়া, তিনি টাকা বা গহনা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগও অস্বীকার করেছেন।