ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা, নিহত ১৩
- আপডেট সময় : ০৩:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে
রাশিয়ার গাইডেড বোমা হামলায় ইউক্রেনের দক্ষিণের শহর জাপোরিঝিয়ায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। এতে আহত হয়ে প্রায় ৩০ জন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টেলিগ্রাম পেজে পোস্ট করা গ্রাফিক ফুটেজে দেখা গেছে, রক্তাক্ত বেসামরিক লোকজনকে শহরের রাস্তায় চিকিৎসা প্রদান করছে জরুরি সেবাকর্মীরা।
জেলেনস্কি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, একটি শহরে বিমান হামলার চেয়ে বর্বর কিছু হতে পারে না। এটা জেনেও যে সাধারণ বেসামরিক লোকজন ক্ষতিগ্রস্ত হবে।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস বুধবার টেলিগ্রামে জানিয়েছে, সুউচ্চ আবাসিক ভবন, একটি শিল্প স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসাবশেষ একটি ট্রাম ও যাত্রীবাহী বাসে আঘাত করেছে।
আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ বলেছেন, রুশ বাহিনী দুপুরে শহরের একটি আবাসিক এলাকায় গাইডেড বোমা হামলা চালিয়েছে। অন্তত দুটি আবাসিক ভবন এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
মস্কো প্রায় তিন বছর ধরে ইউক্রেনের ওপর যুদ্ধকালীন সময়ে বেসামরিক অবকাঠামোর ওপর বিমান হামলা চালিয়েছে। তবে তারা বরাবরই বেসামরিক নাগরিকদের নিশানা করার অভিযোগটি অস্বীকার করেছে।
অভিযান শুরু করে রাশিয়া। রুশ আগ্রাসনের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ন্যাটোর মাধ্যমে এবং অন্যান্য সহযোগী দেশগুলোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র ও অন্যান্য সহায়তা সরবরাহের কাজে নেতৃত্ব দিচ্ছে।