ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৪:৩৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ৩৬৮ বার পড়া হয়েছে
ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাজবন্দীর জবানবন্দী বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
হাসিনা চলে যাওয়ার পর থেকে ঐক্যের জায়গাতে ঠিক থাকতে না পারা জাতির জন্য দুর্ভাগ্যজনক বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, রাষ্ট্রীয় মর্যাদা ও জনগণের ভালবাসা নিয়ে বিদেশ গেলেন বিএনপি চেয়ারপার্সন। আন্তর্জাতিকভাবেও তাকে সম্মানিত করা হয়েছে।
এসময় এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোয় কাতারের আমির ও চিকিৎসার বিষয়ে সহযোগিতার জন্য ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগরিই দেশে ফিরবেন বলে জানান তিনি।
বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদি আমিন, বিএনপিনেতা আমিরুজ্জামান খান শিপুল, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিব, অনলাইন অ্যাক্টিভিষ্ট হুমায়ুন কবির, পাইলট রেজাউর রহমান, কাজল রহমান, শিপন আহমেদ, ওয়াসিম ইফতেখারুজ্জামান প্রমুখ।
সত্য ভাষণের প্রচারণা দিয়েই মিথ্যা প্রচারণাকে জবাব দিতে হবে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, যে নেত্রীর জন্য গণতন্ত্রের জন্য নেতাকর্মীরা গুম হয়েছে, নিহত হয়েছে, সেই নেত্রী রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে চিকিৎসার জন্য বিলেতে গিয়েছেন এটাই সফলতা। দেশের মানুষ তাঁকে বিপুল অভিবাদন জানিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া আর সংস্কার শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান। বিএনপি সবসময়েই সংস্কার চায়। ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর সবাই ঐক্যের জায়গায় থাকতে পারছে না।
মির্জা ফখরুল বলেন, বিভক্তির রাজনীতি যেন কেউ না করি। এখন, কেউ বিভাজিত হবেন না। দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না।
এসময় ইসমাইল জবিউল্লাহ বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে আনুষ্ঠানিকভাবে মুক্ত ঘোষণার দাবি জানিয়ে বলেন, আমি ম্যাডামকে বলেছিলাম একজন দেশ থেকে পালিয়ে গেছেন, আপনি সসম্মানে বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন। তখন তিনি আমাকে বলেছেন, দেশ জন্য ব্যুরোক্রেসিকে উন্নত করতে কাজ করতে হবে।