গাজায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত
- আপডেট সময় : ০৩:৪৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ৩৫৩ বার পড়া হয়েছে
গাজায় ইসরাইলি হামলায় গত একদিনে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরেও ইসরাইলি ড্রোন হামলায় দুই শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৫১ জন নিহত এবং আরও ৭৮ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
এতে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ৯শ ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। বুধবার (৮ই জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আল-জাজিরা।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
মূলত ইসরাইলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরাইল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
এদিকে, ইসরাইলের সামরিক বাহিনীর দাবি তারা গাজার রাফাহ শহরের একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে ইসরাইলি বন্দী ইউসুফ আল-জিয়াদনার মরদেহ উদ্ধার করেছে। অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজায় যুদ্ধবিরতি এবং বন্দিদের মুক্তি চুক্তির সম্ভাবনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘আমরা একটি চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি আছি।’