তুরস্ক থেকে সমরাস্ত্র আমদানি করবে বাংলাদেশ
- আপডেট সময় : ০৪:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ৩৬৬ বার পড়া হয়েছে
বাংলাদেশে সামরিক সরঞ্জাম রপ্তানি করতে চায় তুরস্ক। বাংলাদেশ চাইলে তুরস্ক থেকে অস্ত্র আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে দেশটির বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত এর সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা।
বৈঠক শেষে ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি একাত্মতা প্রকাশ করার জন্য তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত বাংলাদেশ সফর করেছেন। দুই দেশের মধ্যে ব্যবসা এবং বাণিজ্য বাড়ানোর জন্য অর্থনৈতিক কো-অপারেশন শুরু হবে। শিগগিরই ঢাকায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এর ফলে দুই দেশের মধ্যে খাদ্য, শিল্প, ওষুধ নিয়ে বাণিজ্য বাড়বে।
উপদেষ্টা আরও বলেন, তুরস্ক বাংলাদেশের অবকাঠামো, এনার্জিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী। যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে সেখানেও চাইলে তুরস্ক বিনিয়োগ করতে পারবে।
রমজানে জিনিসপত্রের দাম নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে নিত্যপণ্যের কোনো ঘাটতি নেই। আসছে রমজানে প্রয়োজনীয় পণ্য সরবরাহ ঠিক থাকবে। এজন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের। রোজায় পণ্যের দাম বাড়বে না বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা।