বিপিএল ইতিহাসের সর্বোচ্চ স্ট্রইকরেটে রংপুরকে জেতালেন সোহান
- আপডেট সময় : ০৮:২৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে
নাটকীয়ভাবে ম্যাচ জিতিয়ে রীতিমতো নায়ক বনে গেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। ফরচুন বরিশালের বিপক্ষে শেষ ওভারে ৩০ রান করে নাম লিখেছেন রেকর্ডবুকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অবিশ্বাস এক ইনিংস খেলেছেন নুরুল হাসান সোহান। শেষ ওভারে যেখানে ম্যাচ জিততে ২৬ রান প্রয়োজন সেখানে কাইল মায়ার্সকে তিন ছক্কা ও তিনটি চার হাঁকিয়ে নাটকীয়ভাবে রংপুরকে জিতিয়েছেন। যা বিপিএলে শেষ ওভারে রান তাড়া করে যা সর্বোচ্চ জয়ের রেকর্ড। এমন জয়ের পর সোহান রোমন্থন করলেন পুরোনো স্মৃতি।
নুরুল হাসান সোহান বলেন, ‘শেষ টি-টোয়েন্টি আমি খেলেছিলাম ভারতের সাথে বিশ্বকাপের ম্যাচ ছিল। এক ওভারে হয়তো ২০ রান দরকার ছিল, আমি মনে হয় ১৫ বা ১৬ নিতে পেরেছিলাম, শেষ বলে হয়তো ৬ হলে ম্যাচটা জিততাম। কিন্তু ৬ হয়নি। পরে ৫ রানে ম্যাচ হেরেছিলাম।’
২০২৩ আইপিএলে শেষ ওভারে ৩০ রান নিয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছিলেন রিংকু সিং। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই ব্যাটারকে। জাতীয় দলে হয়ে পড়েন নিয়মিত। সোহানও কি জাতীয় দলে মনোযোগ দিচ্ছেন?
নুরুল হাসান সোহান বলেন, ‘আমি বিপিএলে রংপুর রাইডার্সে ক্যাপ্টেন্সি করছি। ফোকাস পুরোটাই ওখানে। টুর্নামেন্টের অর্ধেকে আছি। লং ওয়ে টু গো।’
এদিন অবস্ট্রাক্টিং দ্যা ফিল্ড আউট হয়েছেন শেখ মেহেদি। খোলা চোখে এর দায় অনেকটাই সোহানের ওপরেই বর্তায়। তবে ম্যাচশেষে এর ব্যাখ্যা দিয়েছেন সোহান নিজেই।
তিনি বলেন, ‘আমিও রান নেওয়ার জন্য যাচ্ছিলাম। আর মি চাচ্ছিলাম ওই সময়ে স্ট্রাইকটা নিতে। অবভিয়াসলি যেহেতু আমার সামনে এসেছে, বং আম্পায়ার যেটা বলেছে যে যার ক্যাচ সে আউট হবে।’
এর আগে বিপিএলে সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল আন্দ্রে রাসেলের ৩৫৮.৩৩। যা এতদিন অবধি ছিল বিপিএলের সর্বোচ্চ। ৪৫৭ দশমিক ১৪ স্ট্রাইকরেটে ৭ বলে ৩২ রান করে রাসেলকে টপকে রেকর্ড গড়েছেন সোহান।