সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। রাত দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে একটি বাস অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাস ও অ্যাম্বুলেন্সে আগুন লাগে। পরে ওই আগুন আরও একটি বাসে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এর আগেই অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা ৪ জন পুড়ে মারা যান।
এখন পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর হুড়োহুড়ি করে বাস থেকে নামতে গিয়ে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।
আহত বেশ কয়েকজনকে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।