সুনামগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
- আপডেট সময় : ০৮:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামের এক বাংলাদেশি নিহতের ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) রাতে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৩/৮-এস এর নিকটবর্তী সায়েদাবাদ-নালিকাটা বর্ডার হাট এলাকায় সাইফুল হত্যাকাণ্ডের বিষয় নিয়ে বিজিবি ও বিএসএফ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। অপরদিকে শিংল সেক্টরের ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী রাজিব কুমার। এছাড়া এই বৈঠকে বিজিবির পক্ষে ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এবং ভারতের ১৯৩ ব্যাটালিয়ন বিএসএফ এর পক্ষে ১২ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠকে গতকাল (বুধবার, ৮ জানুয়ারি) সন্ধ্যায় মাছিমপুর সীমান্তে বাংলাদেশি যুবক সাইদুল ইসলামকে ভারতের অভ্যন্তরে ফায়ারের বিষয়ে প্রতিবাদ জানান এবং এ বিষয়ে বিস্তারিত জানতে চান ২৮ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
প্রতিউত্তরে বিএসএফ কমান্ড্যান্ট জানান, ‘১৯৩ ব্যাটালিয়ন বিএসএফ করাইগড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশি নাগরিকের উপর ফায়ার এর ব্যাপারে বিএসএফ এবং পুলিশের সমন্বয়ে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত শেষে ফায়ারের সম্পৃক্ততার বিষয়টি জানানো হবে।’
এছাড়াও সীমান্তে আহত, নিহত ও ফায়ারিং দুর্ঘটনা বন্ধ করার বিষয়ে আলোচনা করা হয়।