স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হচ্ছে রবার্তো কার্লোসের
- আপডেট সময় : ০৪:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ৩৬০ বার পড়া হয়েছে
রেয়াল মাদ্রিদ কিংবদন্তি রবার্তো কার্লোসকে নাকি ক্লাবের অনুশীলন গ্রাউন্ডে ঘুমাতে হচ্ছে, এমন এক খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্প্যানিশ কয়েকটি সংবাদপত্রও এমন গুঞ্জন ছড়াতে সাহায্য করছে। এমন পরিস্থিতিতে সাবেক ব্রাজিল ফুলব্যাক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।
বহু আগেই বুটজোড়া তুলে রাখলেও মাদ্রিদের ক্লাবটির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকা পালন করছেন তিনি। বলা হচ্ছে, ১৫ বছর ধরে বিবাহিত কার্লোসকে ডিভোর্স দিচ্ছেন তাঁর স্ত্রী মারিয়ানা লুচ্চোন। এ কারণে আপাতত ভালদেবেবাসেই থাকতে হচ্ছে সাবেক ফুটবলারকে
২০০৯ সালে বিবাহিত এই দম্পতির ঘরে দুই কন্যা সন্তান আছে। বলা হচ্ছে, এই দম্পতির বাড়িতে এখন লুচ্চোন আছেন। আর কার্লোসের মালিকানাধীন অন্য বাড়িটায় আছেন কার্লোসের শ্বশুর-শাশুড়ি। ডিভোর্সের প্রক্রিয়াটা বেশ জটিল হবে বলে ধারণা করা হচ্ছে, কারণ কার্লোসের সম্পদের পরিমাণ আনুমানিক ১৬ কোটি ৬০ লাখ ডলার।
এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এসে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করেছেন কার্লোস, ‘গত কিছুদিন আমাকে ও আমার পরিবারকে নিয়ে মিথ্যা ও ক্ষতিকর সব তথ্য ঘুরে বেড়াচ্ছে। আমি নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করি, কিন্তু আমার বর্তমান অবস্থান নিয়ে কথা বলতেই হচ্ছে। এসব বানানো গল্প একদম মিথ্যা এবং ক্লিক বাড়ানোর চেষ্টা।’
কার্লোস বলেছেন মাদ্রিদের অনুশীলন গ্রাউন্ডে থাকার মতো পরিস্থিতিতে পড়েননি তিনি, ‘আমি আমার পরিবারের সদস্যের সমর্থন নিয়েই নিভৃতে থাকছি। আমার আইনজীবীর দল এসব দাবিগুলোর দিকে নজর রাখছে এবং উপযুক্ত ব্যবস্থা নেবে। আমার ব্যক্তিগত ব্যাপারকে সম্মান জানানোর অনুরোধ করছি এবং যারা এই সময়ে আমাকে সমর্থন দিচ্ছেন তাদের ধন্যবাদ দিচ্ছি।’
এর আগেও কার্লোসের ব্যক্তিগত বিষয়গুলো সংবাদ শিরোনাম হয়েছে। বিয়ের পাঁচ বছরের মাথায় খুব অদ্ভুত এক দাবি করে বসেন কার্লোস। সাতজন নারীর সঙ্গে এগারো সন্তানের জন্ম দিয়েছেন, এই দাবি করেছিলেন তিনি, ‘এখন আমি ম্যানুয়েলার সঙ্গে থাকি, এর বাইরে আরও কয়েকজন আছে। ব্রাজিলে সাতজন আছে। মেক্সিকোতে আছে একজন। হাঙ্গেরিতে একজন আছে যে আলিসেন্তেতে থাকে, বাকিরা ব্রাজিলে থাকে।’