স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা
- আপডেট সময় : ০৩:৫১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে
আবারও স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠলো বার্সেলোনা। এটা টানা তৃতীয় ফাইনাল। লিওনেল মেসির সাবেক ক্লাবটি এ প্রতিযোগিতার রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন। বুধবার (৮ জানুয়ারি) রাতে সৌদি আরবের জেদ্দায় প্রথম সেমি-ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে কাতালানরা।
কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি মাঠে বিলবাওয়ের বিরুদ্ধে ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যায় বার্সা। আলেহান্দ্রো বাল্দের অ্যাসিস্টে গোলের দেখা পান গাভি। হাঁটুর গুরুতর চোটে ১১ মাস বাইরে থাকার পর গত অক্টোবরে মাঠে ফেরা ২০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারের চলতি মৌসুমে এটিই প্রথম গোল।
চোট কাটিয়ে তিন সপ্তাহ পর মাঠে ফিরে গোলের দেখা পেলেন বার্সার আরেক তরুণ তারকা লামিনে ইয়ামাল। ম্যাচের ৫২তম মিনিটে গাভির অ্যাসিস্টে গোল করেন ১৭ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার। এ নিয়ে চলতি মৌসুমে বার্সার হয়ে তার গোল ৭টি, অ্যাসিস্ট ১২টি।
এদিকে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিনগত রাত দুইটায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মায়োর্কা ও রিয়াল মাদ্রিদ। এদের মধ্যে যে জিতবে, তাদের বিপক্ষে রোববার (১২ জানুয়ারি) শিরোপা লড়াইয়ে নামবে বার্সেলোনা।